Site icon Mohona TV

কুমিল্লায় এডভোকেট এর ছেলেকে অপহরণ, আসামীর যাবজ্জীবন

কুমিল্লায় এডভোকেট এর ছেলেকে অপহরণ

কুমিল্লায় ১০ বছরের শিশু আনাস ইসলাম নুহিনকে অপহরণ করে ৪০ হাজার টাকা মুক্তিপন দাবি করায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এর ৭ ধারায় আসামী মোঃ আবু ইউসুফ দোষী সাব্যস্ত হওয়ায় তাকে ১৪ বৎসর সশ্রম কারাদন্ড ও ২০,০০০ টাকা অর্থদন্ড এবং ৮ ধারায় দোষী সাব্যস্ত হওয়ায় তাকে যাবজ্জীবন কারাদন্ড ও ২০,০০০ টাকা অর্থদন্ডে দন্ডিত করে আদালত।

আজ বুধবার (০৮ ফেব্রুয়ারি) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ কুমিল্লার বিচারক জেলা ও দায়রা জজ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এই রায় দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, কুমিল্লা জেলার নতুন পদুয়ার বাজার বিশ্বরোড এলাকার এডভোকেট খোরশেদ আলমের ছেলে আনাস ইসলাম নুহিনকে ২০২১ সালের এপ্রিলে সদর দক্ষিণ মডেল থানাধীন নতুন পদুয়ার বাজার বিশ্বরোড ভিকটিম এর ভাড়া বাসার সামনে থেকে অপহরণ করে মুক্তিপন দাবি করে নোয়াখালী জেলার সেনবাগ থানার ঠনারপাড় এলাকার মোঃ ইসমাঈল এর ছেলে মোঃ আবু ইউসুফ।

 

author avatar
Editor Online
Exit mobile version