Site icon Mohona TV

লক্ষ্মীপুরের মেঘনায় ধরা পড়েছে ১৬০ কেজি ওজনের শাপলা পাতা মাছ

লক্ষ্মীপুরের মেঘনায় ধরা পড়েছে ১৬০ কেজি ওজনের শাপলা পাতা মাছ

লক্ষ্মীপুর জেলার কমলনগরে মেঘনা নদীতে জেলেদের জালে প্রায় ১৬০ কেজি ওজনের হাউস (শাপলা পাতা) মাছ ধরা পড়েছে।

আজ বৃহস্পতিবার (০৯ ফেব্রুয়ারি) সকাল ১০ টার দিকে জেলেরা মাছটি উপজেলার মতিরহাট মাছ ঘাটে আনে। মাছটি দেখতে উৎসুক লোকজন ঘাটে ভীড় জমায়।

স্থানীয় ব্যবসায়ী মহসীন জানান, জেলে হাকিম মোল্লার জালে মাছটি ধরা পড়ে। মাছটি ছিদ্দিক বেপারী ২৮ হাজার ৫০০ টাকায় কিনে নেন। এটি ঢাকায় পাঠিয়ে দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন ব্যবসায়ী।

জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, সমুদ্রে মাছটি পাওয়া যায়। জোয়ারের সময় সাগর থেকে মাছটি নদীতে চলে আসে। তখন জেলেদের জালে মাছটি ধরা পড়ে। সাধারণত ছোট আকারের পাতা মাছ মাঝেমধ্যে মেঘনায় ধরা পড়ে। তাও বঙ্গপোসাগরের কাছে হওয়ায় রামগতি উপজেলার মেঘনা নদীর অংশে এটি কদাচিৎ পাওয়া যায়। তবে এতো বড় হাউস (শাপলা পাতা) মাছ এর আগে মেঘনার কমলনগরের অংশে ধরা পড়ে নাই। এটি স্থানীয়ভাবে হাউস বা শাপলা পাতা মাছ নামে পরিচিত।

 

author avatar
Editor Online
Exit mobile version