Site icon Mohona TV

সাতক্ষীরায় ৩৮২ কেজি ভেজাল মধু জব্দ

সাতক্ষীরায় ৩৮২ কেজি ভেজাল মধু জব্দ
সাতক্ষীরায় ৩৮২ কেজি ভেজাল মধু জব্দ এবং কারিগরকে ৫০ হাজার টাকা অর্থদন্ড

সাতক্ষীরার শ্যামনগরে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের যৌথ অভিযানে ৩৮২ কেজি ভেজাল মধু ও মধু তৈরীর সরঞ্জাম জব্দ করা হয়েছে। একইসাথে এই কাজে জড়িত থাকার অপরাধে জিন্দাগীর কাগুজী নামের এক কারিগরকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

আজ বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটায় শ্যামনগরের মুন্সিগঞ্জ ইউনিয়নের ছোটভেটখালী গ্রামে ভেজাল বিরোধী এই অভিযানে নেতৃত্ব দেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোঃ মোখলেসুর রহমান ও জেলা ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ নাজমুল হাসান।

জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোঃ মোখলেসুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জিন্দাগীর কাগুজীর বাড়িতে ভেজাল মধু তৈরীর কারখানায় অভিযান চালানো হয়। অভিযুক্ত ওই ব্যক্তি বাড়িতে না থাকায় তার স্ত্রীর স্বীকারোক্তি মোতাবেক সেখান থেকে ৩৮২ কেজি ভেজাল মধু, ৪২ কেজি চিটাগুড় ও দেড় কেজি কালোজিরা জব্দ করা হয়। তার স্ত্রী স্বীকার করেছেন তারা চিটাগুড়ের সাথে ফিটকিরি ও ফ্লেভার সহ বিভিন্ন রাসায়নিকের মিশ্রন ঘটিয়ে মধু বানিয়ে তা রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করতেন।

মোখলেসুর রহমান আরও জানান, অভিযানে ভেজাল মধু তৈরীর প্রমান পাওয়ার পর সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসাদুজ্জামান মোবাইল কোর্টের মাধ্যমে অভিযুক্ত ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। জব্দকৃত ভেজাল মধু সহ বিভিন্ন সরঞ্জাম জনসম্মুখে ধ্বংস করা হয়েছে।

author avatar
Editor Online
Exit mobile version