Site icon Mohona TV

কনটেইনারে মালয়েশিয়ায় যাওয়া সেই রাতুল দেশে ফিরল

কনটেইনারে মালয়েশিয়ায় যাওয়া সেই রাতুল দেশে ফিরল

মালয়েশিয়াার কেলাং বন্দরের খালি কন্টেইনার থেকে উদ্ধার হওয়া কিশোর রাতুল চার মাস পর দেশে ফিরল। সরকারি সহযোগিতায় মঙ্গলবার রাতে মালয়েশিয়ান এয়ারলাইনসের ফ্লাইটে দেশে ফেরে কুমিল্লার এই বিশেষ চাহিদাসম্পন্ন কিশোর। সন্তানকে কাছে পেয়ে আবেগে আপ্লুত পরিবার ও এলাকাবাসী।

২০২২ সালের শেষ দিকে ফাহিম বাড়ি থেকে ‘নিরুদ্দেশ’ হয়। অনেক খোঁজাখুঁজির পরও মেলেনি হদিস। পরে কিছুদিন আগে জানা যায়, চট্টগ্রাম বন্দর থেকে ছেড়ে যাওয়া একটি জাহাজের খালি কন্টেইনারে মালয়েশিয়ায় চলে যায় বিশেষ চাহিদাসম্পন্ন এই কিশোর।

দীর্ঘদিন পর সস্তাানকে কাছে পেয়ে সরকারসহ সবার প্রতি কৃতজ্ঞতা জানান মা-বাবা ও এলাকাবাসী।

তবে কন্টেইনারে কীভাবে মালয়েশিয়ায় চলে গেল তার উত্তর জানে না রাতুল। বিশেষ চাহিদাসম্পন্ন এই শিশুকে নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রচার হলে তাকে দেশে ফেরাতে উদ্যোগ নেয় মালয়েশিয়ার বাংলাদেশ দূতাবাস। সরকারি সহায়তায় মঙ্গলবার রাতে মালয়েশিয়ান এয়ারলাইনসের ফ্লাইটে দেশে ফেরে রাতুল।

author avatar
Editor Online
Exit mobile version