Site icon Mohona TV

সেনাবাহিনীর অভিযানে বিপুল অস্ত্রশস্ত্রসহ মগ পার্টির ৫ সন্ত্রাসী আটক

সেনাবাহিনীর অভিযানে বিপুল অস্ত্রশস্ত্রসহ মগ পার্টির ৫ সন্ত্রাসী আটক

খাগড়াছড়ি ও চট্টগ্রামের ফটিকছড়ি সীমানায় সেনাবাহিনীর অভিযানে বিপুল অস্ত্রশস্ত্রসহ মগ পার্টির ৫ সন্ত্রাসী আটক

খাগড়াছড়ির মানিকছড়ি ও চট্টগ্রামের ফটিকছড়ির সীমানায় অভিযান চালিয়ে বিপুল অস্ত্রশস্ত্রসহ ৫ সন্ত্রাসীকে আটক করেছে সেনাবাহিনী।

সেনাবাহিনীর খাগড়াছড়ি জেলার গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি জোনের সেনা সদস্যরা শুক্রবার রাতভর অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। সেনা সূত্রের দাবী আটককৃতরা সবাই মগ পার্টির সদস্য।

গোপন সূত্রে খবর পেয়ে সেনাবাহিনীর সিন্দুকছড়ি জোনের টহল দল খাগড়াছড়ির মানিকছড়ির সীমান্তবর্তী চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগরের বটতলী নামক এলাকায় রমজান আলীর বাড়িতে অভিযান চালায়। এই অভিযানে ৫ সন্ত্রাসীকে আটক করা হয়।

এসময় ওই বাড়িতে তল্লাসী চালিয়ে ৪টি মর্টার সেল, ১টি একে ৪৭, ১টি এম ওয়ান, ১টি এলজি লং ব্যারেল,  ১টি পয়েন্ট ২২ মি:মি: রাইফেল, ১টি চায়না পিস্তল, ১টি এলজি শর্ট ব্যারেল, ২টি ওয়াকিটকি, মাইন তৈরীর সরঞ্জাম, ভারতীয় রুপি, ৬৭ রাউন্ড গোলা বারুদসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার  জেনারেল মো: কামাল মামুন অভিযানে নেতৃত্ব দেন। সেনাবাহিনীর দাবী, বাড়ির মালিককে জিম্মি করে সন্ত্রাসীরা এলাকায় সন্ত্রাসী তৎপরতা চালিয়ে আসছিল। আটককৃতরা মগপার্টির সক্রিয় সদস্য বলে জানানো হয়েছে।

আটকের পর সন্ত্রাসীদের মানিকছড়ি আর্মি ক্যাম্পে আনা হয়। সেখানে সাংবাদিকদের এসব তথ্য জানানো হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে আটককৃতদের অস্ত্রশস্ত্রসহ ফটিকছড়ি পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

উল্লেখ্য, ফটিকছড়ি উপজেলা চট্টগ্রামের মধ্যে হলেও এলাকাটি খাগড়াছড়ি জেলার গুইমারা রিজিয়নের আওতাধীণ। বান্দরবানের আলোচিত মগ পার্টির সন্ত্রাসী আটকের ঘটনা খাগড়াছড়িতে এই প্রথম।

author avatar
Editor Online
Exit mobile version