Site icon Mohona TV

পাঁচ বছর অপেক্ষা শেষে পটুয়াখালীর ইমরান ও ইন্দোনেশিয়ান নিকির বিয়ে

পাঁচ বছর অপেক্ষা শেষে পটুয়াখালীর ইমরান ও ইন্দোনেশিয়ান নিকির বিয়ে

র্দীঘ পাঁচ বছর অপেক্ষা শেষে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন পটুয়াখালীর বাউফলের মোঃ ইমরান হোসেন ও ইন্দোনেশিয়ান তরুণী নিকি উল ফিয়া।

বুধবার (১ মার্চ) সকালে পটুয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট কোর্ট আদালতে তাদের বিয়ে সম্পন্ন হয়। আইনজীবী মোঃ আল-আমিন হাওলাদার বিষয়টি নিশ্চিত করেছেন। আগামী বৃহস্পতিবার (২ মার্চ) তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা হবে।

ইসরান হোসেন জানান, ২০১৬ সালে ফেসবুকে ইন্দোনেশিয়ার মেয়ে নিকির সঙ্গে তাঁর পরিচয় হয়। পরিচয়ের পর বন্ধুত্ব, একপর্যায়ে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক হয়। পরে তাঁরা বিয়ে করার সিদ্ধান্ত নেন। তাঁর পরিবারের কোনো আপত্তি না থাকায় ২০১৭ সালের ১ ডিসেম্বর বাংলাদেশে আসেন নিকি। তখন ইমরানের বয়স ২১ বছর না হওয়ায় তারা বিয়ে করতে না পারায় ফিরে যান নিকি। বর্তমানে ইমরান উদ্ভিদবিজ্ঞান বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করে ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করছেন।

ইমরান বলেন, পাঁচ বছর পর বিয়ের জন্য গত মঙ্গলবার ফের বাংলাদেশে আসেন নিকি। পারিবারিক উদ্যেগে বুধবার দুপুরে তাদের আইনী বিয়ে সম্পন্ন হয়। রাতে গ্রামের বাড়ি বাউফলের দাসপাড়ায় গায়ে হলুদের অনুষ্ঠান রয়েছে। বৃহস্পতিবার দুপুরে বৌভাত অনুষ্ঠিত হবে।

ইমরানের বাবার নাম দেলোয়ার হোসেন। নিকি ইন্দোনেশিয়ার সুরাবায়া প্রদেশের জেম্বার এলাকার বাসিন্দা ইউলিয়ানতোর মেয়ে। তাঁর মায়ের নাম শ্রীআনি।

author avatar
Editor Online
Exit mobile version