Site icon Mohona TV

স্বাস্থ্যবিজ্ঞানে গবেষণা ঘাটতিতে ক্ষোভ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

স্বাস্থ্যবিজ্ঞানে গবেষণা ঘাটতিতে ক্ষোভ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

স্বাস্থ্যবিজ্ঞানে গবেষণা ঘাটতিতে ক্ষোভ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কেবল টাকার পেছনে না ছুটে এখাতে গবেষণা বাড়াতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানান তিনি।

আজ বৃহস্পতিবার (০২ মার্চ) সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে ফেলোশীপ ও গবেষণার চেক প্রদান অনুষ্ঠানে সরকারপ্রধান বলেন, গবেষণার কারণেই দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে। দক্ষ জনশক্তি ও স্মার্ট বাংলাদেশ গড়তে বিজ্ঞান-প্রযুক্তিকে কাজে লাগানোর তাগিদও দেন প্রধানমন্ত্রী।

বিজ্ঞান মনস্ক জাতি গঠনের লক্ষ্যে ২০০৯ সাল থেকে বঙ্গবন্ধু ও জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি ফেলোশিপ প্রদান করছে সরকার। পাশাপাশি দেয়া হচ্ছে বিশেষ গবেষণা অনুদান। চলতি বছর বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপে ১০ জন, এনএসটিতে ২১ এবং বিশেষ গবেষণার জন্য ১৬ জনকে মনোনীত করা হয়। এদের সবার হাতে অনুদানের চেক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বক্তব্যে সরকারপ্রধান বলেন, জনসংখ্যা বিবেচনায় শ্রমঘন শিল্প ও প্রযুক্তিনির্ভর শিল্পায়নের সমন্বয় করতে হবে। চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় যা জরুরি। গবেষণা বাড়ানোয় মাছ, মাংস, ডিম, দুধ আর সবজি উৎপাদনে সফলতা এসেছে।কৃষি এবং বিজ্ঞানে ভালো গবেষণা হলেও পিছিয়ে আছে স্বাস্থ্যখাত। চিকিৎসকরা গবেষণার চেয়ে ব্যক্তিগত চেম্বারেই বেশি সময় দিচ্ছেন বলে ক্ষোভ জানান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী জানান, যুদ্ধ এবং পাল্টাপাল্টি নিষেধাজ্ঞায় পণ্য আমদানি বাধাগ্রস্ত হচ্ছে। রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের মালামাল পরিবহনেও সমস্যা হয়েছে। এসব প্রতিকূলতা মোকাবিলা করেই দেশকে এগিয়ে নেয়া হচ্ছে বলেও জানান তিনি।

author avatar
Editor Online
Exit mobile version