Site icon Mohona TV

তিন বছর পর সোনামসজিদ ইমিগ্রেশন খুলছে ১২ মার্চ

তিন বছর পর সোনামসজিদ ইমিগ্রেশন খুলছে ১২ মার্চ

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ ইমিগ্রেশন চেকপোস্ট তিন বছর বন্ধ থাকার পর আবারও খুলে দেওয়া হচ্ছে। বাংলাদেশ ও ভারতের মধ্যেকার গুরুত্বপূর্ণ সোনামসজিদ ইমিগ্রেশন চেকপোস্ট পথ খুলবে আগামী ১২ মার্চ।

চাঁপাইনবাবঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আব্দুল ওয়াহেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

আব্দুল ওয়াহেদ জানান, আজ বৃহস্পতিবার (০২ মার্চ) বিকেলে রাজশাহীর ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার জানিয়েছেন- সোনামসজিদ মহদীপুর ইমিগ্রেশন চালুর সীদ্ধান্ত নেয়া হয়েছে। আগামী ১২ মার্চ বিকেল তিনটায় তিনি সোনামসজিদ ইমিগ্রেশনে উপস্থিত হয়ে উদ্বোধন করবেন। এর আগে সোনামসজিদ স্থলবন্দর ও ইমিগ্রেশন পরিদর্শন করেন রাজশাহীর ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার।

করোনা মহামারির কারণে ২০২০ সালের ১৫ মার্চ সোনামসজিদ চেকপোস্ট বন্ধ হয়ে যায়। দীর্ঘ তিন বছর যাত্রী চলাচল বন্ধ থাকলেও আমদানি-রপ্তানির জন্য সোনামসজিদ স্থলবন্দর চালু রয়েছে। ইমিগ্রেশন চেকপোস্টটির বিপরীতে পশ্চিমবঙ্গের মালদা জেলার মাহাদীপুর স্থলবন্দর।

author avatar
Editor Online
Exit mobile version