Site icon Mohona TV

মসজিদের দানবাক্স ভেঙ্গে ফের টাকা চুরি! 

মসজিদের দানবাক্স ভেঙ্গে ফের টাকা চুরি

গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার বেড়াইদেরচালা গ্রামের বাইতুল আশরাফ আসওয়াদ জামে মসজিদের দান বাক্স ভেঙ্গে টাকা চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্থানীয় মুসল্লীদের মধ্যে নাখোশ মনোভাব দেখা দিয়েছে।

সোমবার মধ্যরাতে ওই মসজিদের সামনে থাকা দান বাক্সের লকার ভেঙ্গে এসব টাকা নিয়ে যায় অজ্ঞাত চোর। এরআগে, এ বছরের ১৪ ফেব্রুয়ারি রাতে একই মসজিদের দান বাক্সের টাকা চুরি হয়।

মুসল্লী ও মসজিদের ইমাম হাফেজ মাওলানা মোহাম্মদ সাইদুল ইসলাম সাঈদ জানান, সোমবার বাদ এশার পরও ইমাম-মুয়াজ্জিন মসজিদে অবস্থান করেছিলেন। তাঁরা চলে গেলে রাত সাড়ে ১২ টার পর থেকে ফজরের আগের যেকোনো সময় দান বাক্স ভাঙ্গা হয়েছে বলে আমাদের ধারনা। প্রথম বার দান বাক্স ভেঙ্গে আনুমানিক ৩০-৪০ হাজার টাকা নিয়ে যায় অজ্ঞাত চোর। এবারও বাক্সের মধ্যে আনুমানিক ১৫-২০ হাজার টাকা জমা পড়েছিল।

মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব মোশাররফ হোসেন মাস্টার বলেন, প্রতি জুমার দিনে ২-৩ হাজার টাকা উঠে। মসজিদের সামনের দান বাক্সের জমাকৃত টাকা সময় নিয়ে বের করার চিন্তা ভাবনা ছিল। আল্লাহর ঘরের জন্য দান কৃত টাকা চুরির বিষয়টি খুবই দু:খজনক।

শ্রীপুর থানার কর্তব্যরত পুলিশ অফিসার এস.আই রৌশন মোহনা টেলিভিশন অনলাইনকে বলেন, দান বাক্সের টাকা চুরির বিষয়টি কেউ থানায় অবগত করেননি। অভিযোগ/জিডি করা হলে খোঁজ নিয়ে উর্ধতন কর্মকর্তাকে জানিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা হবে।

 

author avatar
Editor Online
Exit mobile version