Site icon Mohona TV

মাদারীপুরের শিবচরে সড়ক দুর্ঘটনায় ১৯ বাসযাত্রীর মৃত্যু

মাদারীপুরের শিবচরে সড়ক দুর্ঘটনায় ১৯ বাসযাত্রীর মৃত্যু

মাদারীপুরের শিবচরে পদ্মা সেতুর এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে ১৯ জন নিহত হয়েছেন। এ দুঘর্টনায় আহত হয়েছেন ২৫ জন। মৃতের সংখ্যা আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা।

রবিবার ( ১৮ মার্চ) সকালে দুর্ঘটনার কবলে পড়েন ঢাকাগামী এই যাত্রীবোঝাই বাসটি।

খুলনা থেকে ইমাদ পরিবহনের যাত্রীবাহী বাসটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে রোববার ভোরে। মাদারীপুরের শিবচরের কুতুবপুর এলাকায় ঢাকা-খুলনা এক্সপ্রেসওয়ের কাছে আসার পর নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ঢালে পড়ে যায় বাসটি। এতে বাসের সামনের অংশ চূর্ণবিচূর্ণ হয়ে ঘটনাস্থলেই ১৪ জনের মৃত্যু হয়। আহতদের হাসপাতালে নেয়ার পর মারা যায় আরও ৫ জন। অতিরিক্ত গতির কারণেই এ দুর্ঘটনা ঘটেছে বলে মনে করেন প্রাণে বেঁচে যাওয়া যাত্রীরা।

সামনের চাকা ফেটে যাওয়াসহ তিন কারণে বাসটি দুর্ঘটনায় পড়তে পারে বলে মনে করেন মাদারীপুরের পুলিশ তত্ত্বাবধায়ক। তবে ঢাকা রেঞ্জের অকিরিক্ত ডিআইজি বলছেন, অতিরিক্ত গতির কারণেই এ দুর্ঘটনা।

আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

author avatar
Editor Online
Exit mobile version