Site icon Mohona TV

উচ্চ আদালতের নির্দেশ অমান্য করায় হাতীবান্ধা উপজেলা চেয়ারম্যান কারাগারে

উচ্চ আদালতের নির্দেশ অমান্য করায় হাতীবান্ধা উপজেলা চেয়ারম্যান কারাগারে

উচ্চ আদালতের নির্দেশ অমান্য করায় লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান মামুনকে আটক করে কারাগারে প্রেরণ করেছে লালমনিরহাট আদালত।

আজ রোববার (১৯ মার্চ) সকালে লালমনিরহাট জেলা জজ আদালতে হাজিরা দিতে আসলে লালমনিরহাট সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইসরাফিল আলম শুনানি শেষে উপজেলা চেয়ারম্যান মামুন সহ ১২ জনকে জেল হাজতে প্রেরন করে।

মামলার বিবরণে জানা যায়, মামলার বাদী হাতীবান্ধা উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন নাহার গত বছরের ৭ নভেম্বর চেয়ারম্যানের অফিসে টিআর, কাবিখা প্রকল্পের বিষয়ে কথাবার্তা বলতে গেলে আসামি হাতীবান্ধা উপজেলা পরিষদ চেয়ারম্যান মশিউর রহমান মামুন তার নিকট ২লক্ষ টাকা চাঁদা দাবী করে। এবং হত্যা ও লাশ গুম করার হুমকি দেয়। এ ব্যাপারে বাদী আদালতে উপজেলা চেয়ারম্যান সহ ১২ জনের নামে মামলা দায়ের করে। মামলায় আসামীরা হাজিরা না দিলে উচ্চ আদালত তাদের হাজিরা দেয়ার ৬ সপ্তাহ সময় দেয়। কিন্তু সে সময়েও তারা হাজিরা দেননি। উচ্চ আদালতের নির্দেশ অমান্য করার দায়ে তাদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করে আদালত।

আজ রোববার তারা আদালতে আসলে উপজেলা পরিষদ চেয়ারম্যান মশিউর রহমান মামুন সহ ১২জনকে কারাগার প্রেরণ করে লালমনিরহাট জেলা জজ আদালতের বিচারক ইসরাফিল আলম।

লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর এডভোকেট আকমল হোসেন বলেন উচ্চ আদালতের নির্দেশ অমান্য করার দায়ে তাদের কে কারাগারে পাঠানো হয়েছে।

 

author avatar
Editor Online
Exit mobile version