Site icon Mohona TV

সুন্দরবন থেকে হরিণের মাংসসহ দুই চোরা শিকারি আটক

সুন্দরবন থেকে হরিণের মাংসসহ দুই চোরা শিকারি আটক

পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জ থেকে বন বিভাগের সদস্যরা হরিণ শিকারী চক্রের দুই সদস্যকে আটক করেছে ।

বৃহস্পতিবার (৩০) মার্চ ভোর পাঁচটায় কোবাদাক স্টেশনের আওতাধীন সাপখালী ভারনীর খাল থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো উপজেলার গাবুরা ইউনিয়নের পার্শ্বেমারী গ্ৰামের মৃত বেলায়েত গাজীর ছেলে মুজিব গাজী (৫২) ও কুদ্দুস শেখের ছেলে ময়নুদ্দীন শেখ (৪২) ।

এসময় চোরাকারবারিদের কাছ থেকে ৩ টি নৌকা,  ২০০ মিটার হরিণ শিকারের ফাঁদ, ১টি কুড়াল, একটি ছুরি, চারটি পা ও একটি মাথা সহ রান্না করা মাংস জদ্ব করা হয়।

সাতক্ষীরা রেঞ্জ কর্মকতা এম.কে.এম ইকবাল হোছাইন চৌধুরী জানান সাপখালী খালে টহলের সময় ২৫-৩০ গজ দুর থেকে ০৩ টি ডিঙ্গি নৌকা দেখতে পায়। নৌকার কাছাকাছি পৌছালে দেখতে পায় কিছু লোক হরিণ ধরার ফাঁদ দিচ্ছে। এমতাবস্থায় টহল টিম জঙ্গলে উঠে চার পাশ থেকে ঘেরাও করে হাতে নাতে আটক করে। বন আইনে মামলা দায়েরের পর তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

author avatar
Editor Online
Exit mobile version