Site icon Mohona TV

যুক্তরাষ্ট্রের আঘাত হানা টর্নেডোর তাণ্ডবে নিহতের সংখ্যা বেড়ে ২১ জনে

যুক্তরাষ্ট্রের আঘাত হানা টর্নেডোর তাণ্ডবে নিহতের সংখ্যা বেড়ে ২১ জনে

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ৬ রাজ্যে আঘাত হানা টর্নেডোর তাণ্ডবে নিহতের সংখ্যা বেড়ে ২১ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরও বহু মানুষ। গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে অন্তত ৫০ জনকে। এমন অবস্থায় মিসৌরি ও আরকানসাস রাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। রাজ্য দুটিতে টর্নেডোর কারণে হাজারেরও বেশি বাড়িতে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে।

দেশটির জাতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, এবারের মৌসুমে যুক্তরাষ্ট্রের কয়েকটি অঙ্গরাজ্যের ওপর দিয়ে আরও কয়েকটি শক্তিশালী টর্নেডো বয়ে যেতে পারে। এর মাঝে প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেছেন।

গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যে প্রাণঘাতী টর্নেডোর আঘাতে অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছিল।

এদিকে শনিবার শক্তিশালী আরো টর্নেডোর পূর্বাভাস দিয়ে যুক্তরাষ্ট্রের ২১ অঙ্গরাজ্যের অন্তত ৯ কোটি মানুষের উপর সতকর্তা জারি করেছে কতৃপক্ষ । এছাড়া টর্নেডোর পাশাপাশি টর্নেডোর পাশাপাশি শক্তিশালী ঝড়, বর্জপাত ও বৃষ্টিপাতের ব্যাপারেও সতকর্তা জারি করেছে মার্কিন প্রশাসন ।

author avatar
Editor Online
Exit mobile version