Site icon Mohona TV

আগামী দ্বাদশ জাতীয় নির্বাচন ৩০০ আসনেই ভোট হবে ব্যালটে

আগামী দ্বাদশ জাতীয় নির্বাচন ৩০০ আসনেই ব্যালটে ভোট

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনেই ব্যালটে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

সোমবার (৩ এপ্রিল) বেলা ১১টায় রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে কমিশনের ১৭তম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

এদিন সভায় জাতীয় সংসদ নির্বাচনে ইভিএমের ব্যবহার, পাঁচটি সিটি করপোরেশনের নির্বাচন, নির্বাচনী সংবাদ সংগ্রহে দায়িত্বপ্রাপ্ত সাংবাদিক বা গণমাধ্যমকর্মীদের জন্য নীতিমালা, বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরির (বিএমটিএফ) সঙ্গে সম্পাদিত চুক্তি অনুমোদন এবং বিবিধ বিষয়ে আলোচনা হয়।

এ সময় ইসি সচিব বলেন, সকল সিটি নির্বাচনে ইভিএম ও সিসি ক্যামেরা থাকবে। গাজীপুরে ২৫ মে নির্বাচন অনুষ্ঠিত হবে। এছাড়া খুলনা ও বরিশালে ১২ জুন ও রাজশাহী ও সিলেটে ২১ জুন ভোট অনুষ্ঠিত হবে। ২৭ এপ্রিল পর্যন্ত মনোনয়ন দাখিল করা যাবে বলেও জানান তিনি।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে সভায় অন্য চার কমিশনারসহ ইসি সচিব ও ঊর্ধ্বতন কর্মকতারা উপস্থিত ছিলেন।

 

author avatar
Editor Online
Exit mobile version