Site icon Mohona TV

বেআইনি ধর্মঘট করলে সর্বোচ্চ ৬ মাসের কারাদণ্ডের প্রস্তাব

বেআইনি ধর্মঘট করলে সর্বোচ্চ ৬ মাসের কারাদণ্ডের প্রস্তাব

জনস্বার্থ বিবেচনায় ধর্মঘট নিষিদ্ধ ও আহ্বানকারীদের জেল-জরিমানার বিধান রেখে অত্যাবশ্যক পরিষেবা বিল, ২০২৩ জাতীয় সংসদে উত্থাপন করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। এটিসহ মোট ৭টি বিল ওঠে সূবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত বিশেষ অধিবেশনে।

বঙ্গবাজার ট্রাজেডি প্রসঙ্গে বিরোধীদলের সদস্যরা বলেন, আগুন নেভানো এবং ঝুঁকিপূর্ণ স্থাপনা অপসারণে সংশ্লিষ্ট সংস্থাগুলোর দুর্বলতা আছে। যদিও দুযোর্গ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী দাবি, বঙ্গবাজার কমপ্লেক্স ঝুঁকিমুক্ত করতে সরকারকে বাধা দিয়েছেন ব্যবসায়ীরা।

জাতীয় সংসদের ৫০ বছর পূর্তি উপলক্ষে বসে বিশেষ অধিবেশন। শুরুতেই সাবেক দুই মন্ত্রী ও সাত সংসদ সদস্যের মৃত্যুতে শোক প্রস্তাব আনেন স্পিকার। এছাড়া রাজধানীর বঙ্গবাজার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড এবং সিদ্দিকবাজারে বিস্ফোরণের ঘটনায় শোক জানায় জাতীয় সংসদ।

পরে অনির্ধারিত আলোচনায়, অগ্নি-নির্বাপনের সক্ষমতা নিয়ে প্রশ্ন তোলেন জাতীয় পার্টির সদস্যরা। বলেন, ঝুঁকিপূর্ণ স্থাপনা সরাতে ব্যর্থ সিটি কর্পোরেশন।

৩শ বিধিতে দেয়া বিবৃতিতে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী বলেন, ঝুঁকিপূর্ণ মার্কেটটি সংস্কারে দফায় দফায় নোটিশের পরও সহায়তা করেননি ব্যবসায়ীরা।

এদিকে ৬ মাসের জেল, ৫০ হাজার টাকা জরিমানা কিংবা উভয় দণ্ডের বিধান রেখে অত্যাবশ্যক পরিষেবা বিল ২০২৩ জাতীয় সংসদে উত্থাপন করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। এতে বলা হয়, জনস্বার্থে প্রয়োজন হলে, অত্যাবশ্যক পরিষেবার ক্ষেত্রে ধর্মঘট নিষিদ্ধ করতে পারবে সরকার।

টেবিলে উত্থাপিত প্রশ্নের জবাবে পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানান, পদ্মা সেতু থেকে গেলো ৯ মাসে ৬০৩ কোটি ৭৬ লাখ টাকা টোল আদায় হয়েছে।

 

author avatar
Editor Online
Exit mobile version