Site icon Mohona TV

নাটোরে হেরোইন সংরক্ষন ও বহনের দায়ে যুবককে যাবজ্জীবন কারাদন্ড

নাটোরে হেরোইন সংরক্ষন ও বহনের দায়ে যুবককে যাবজ্জীবন কারাদন্ড

নাটোরে হেরোইন সংরক্ষন ও বহনের দায়ে সোহেল হোসেন নামে এক যুবককে যাবজ্জীবন কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছে আদালত।

আজ সোমবার (১০ এপ্রিল) দুপুরে নাটোরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শরীফ উদ্দিন এই আদেশ দেন।দন্ডপ্রাপ্ত সোহেল হোসেন রাজশাহীর গোদাগাড়ি থানার মহিষালগাড়ি এলাকার মৃত মোশারফ হোসেনের ছেলে।

মামলা সুত্রে জানা যায়, ২০১২ সালের ২১ সেপ্টেম্বর দুপুরে নাটোর বনবেলঘড়িয়া বাইপাস এলাকায় চেকপোষ্ট বসায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। এ সময় রাজশাহী থেকে কুষ্টিয়াগামী যাত্রীবাহী বিপ্লব পরিবহনের একটি বাসে তল্লাশী চালনো হয়। তল্লাশীকালে বাসের যাত্রী সোহেল হোসেনের কথা বার্তায় সন্দেহ হলে তার দেহ তল্লাশী করা হয়। এ সময় তার কাছ থেকে ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করা ও তাকে গ্রেফতার করা হয়। পরে তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সদর থানায় সোপর্দ করা হয়।

মামলায় দীর্ঘ ১০ বছর স্বাক্ষ্য প্রমান গ্রহণ শেষে অভিযোগের সত্যতা পাওয়ায় আদালতের বিচারক সোহেলকে যাবজ্জীবন কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানার আদেশ দেন। আদেশে বলা হয় আসামীর পূর্বের হাজতবাস প্রদত্ত দন্ডে থেকে বাদ যাবে।

author avatar
Editor Online
Exit mobile version