Site icon Mohona TV

জাপানের দ্বীপের কাছে মিসাইল ছুড়লো উত্তর কোরিয়া

জাপানের দ্বীপের কাছে মিসাইল ছুড়লো উত্তর কোরিয়া

বার্তা সংস্থা রয়র্টাসের বরাত দিয়ে জানা যায়, জাপানের হোক্কাইডো দ্বীপের খুব কাছের সমুদ্রাঞ্চলে ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে উত্তর কোরিয়া। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সকালে ছোড়া হয় ক্ষেপণাস্ত্রটি।

জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি অনুসারে, সকাল ৭টা ২৩ মিনিটে পিয়ংইয়ংয়ের কাছের একটি জায়গা থেকে চালানো হয় এ পরীক্ষা। ধারণা করা হচ্ছে, মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্রটি এক হাজার কিলোমিটার পথ পাড়ি দিতে সক্ষম। একে উসকানিমূলক আচরণ হিসেবে আখ্যা দিচ্ছে টোকিও। নিরাপত্তার খাতিরে হোক্কাইডো দ্বীপের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়েছে প্রশাসন।

এই মিসাইল উৎক্ষেপণের প্রতিক্রিয়ায় জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা জাতীয় নিরাপত্তা পরিষদের বৈঠক ডেকেছেন।

জাপানের প্রতিরক্ষামন্ত্রী ইয়াসুকাজু হামাদা বলেছেন, ক্ষেপণাস্ত্রটি পূর্ব দিকে উচ্চ কোণে নিক্ষেপ করা হয়েছে বলে মনে হচ্ছে এবং এটি জাপানের ভূখণ্ডে পড়েনি।

গেল অক্টোবরে সমুদ্র উপকূলে একগুচ্ছ মিসাইল ছোড়া হলে এমন সতর্কতা জারি করে জাপান। ২০২২ সালে অন্তত ৭০টি ক্ষেপণাস্ত্র ছুড়েছিল কিম জং উন প্রশাসন। যার মাঝে একটি ছিল আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল। তাছাড়া, ট্রেন ও সাবমেরিন থেকেও চালানো হয় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পরীক্ষা।

author avatar
Editor Online
Exit mobile version