Site icon Mohona TV

পহেলা বৈশাখে উচ্চস্বরে বাজনা নিষিদ্ধ

পহেলা বৈশাখে উচ্চস্বরে বাজনা নিষিদ্ধ

পহেলা বৈশাখে উচ্চস্বরে কোনো বাজনা বাজানো যাবে না বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক। রমজান মাস হওয়ায় বিকাল চারটার পর রমনা বটমূল ছেড়ে দিতে হবে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) রমনা এলাকায় পহেলা বৈশাখ আয়োজনের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি। এসময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

ডিএমপি কমিশনার বলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাছে এখন পর্যন্ত কোনো জঙ্গি হামলার হুমকির খবর নেই। দাজ্জাল বাহিনীর নামে কেউ মঙ্গল শোভাযাত্রা বন্ধে হুমকি দিয়েছে, এই নামে কোনো গোষ্ঠী নাই। এরা দুষ্টু শ্রেণির কেউ (পোলাপান) হতে পারে।

তিনি জানান, রাজধানীর যেসব স্থানে বর্ষবরণের অনুষ্ঠান হবে সেখানে চেক পোস্ট, আর্চওয়ের পাশাপাশি ২৭শ’ পুলিশ তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থায় থাকবে। সাইবার মনিটরিং টিম, বোম ডিস্পোজাল ইউনিট, ডগ স্কোয়াডের পাশাপাশি সেসব জায়গা সুইপিং করা হবে বলেও জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

author avatar
Editor Online
Exit mobile version