Site icon Mohona TV

গজারি বনে মিলল বৃদ্ধের গলিত মরদেহ!

শ্রীপুরে শালবনের ভেতর শিয়ালে খাওয়া একজনের অর্ধগলিত মরদেহ উদ্ধার

গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের সিমলাপাড়া গ্ৰামের নাককুরচালা এলাকায় শালবনের ভেতর থেকে মোঃ বারেক মিয়া নামের এক বৃদ্ধের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার ( ১৬ এপ্রিল) সকালে মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মোঃ বারেক মিয়া (৭০) উপজেলার মাওনা ইউনিয়নের সিংগারদিঘী গ্রামের ফজর আলীর ছেলে। গত ১১ এপ্রিল থেকে তিনি নিখোঁজ ছিলেন।

স্থানীয় লোকজন জানিয়েছেন, দুর্গন্ধ পেয়ে বনের ভেতরে গিয়ে তারা পঁচে গলে যাওয়া লাশটি দেখতে পান। লাশের পাশে একটি বিষের বোতল পড়ে ছিল । পঁচে গলে যাওয়া লাশের গায়ে ছিল হাজি রুমাল ও সাদা গোল গলার গেঞ্জি।তাৎক্ষণিকভাবে লাশ দেখে কেউ চিনতে পারেনি। পরে লাশ উদ্ধারের বিষয়টি জানতে পেরে বারেক মিয়ার ছেলে হুমায়ূন কবির ও রফিকুল ইসলাম ঘটনাস্থলে এসে লাশটি সনাক্ত করেছেন।

স্বজনরা জানান, গত ১১ এপ্রিল থেকে তিনি নিখোঁজ ছিলেন। বিভিন্ন কারণে মানসিক অস্থিরতায় ভুগছিলেন তিনি । অস্থিরতাজনিত কারণে বারেক মিয়া নিজ বাড়ি থেকে বের হয়ে যান। এরপর স্বজনরা তাকে বিভিন্ন জায়গায় খোঁজ করছিলেন। নিখোঁজের পাঁচ দিনের মাথায় বনে লাশ পাওয়ার খবর পেয়ে স্বজনেরা সিমলাপাড়া গ্ৰামে উপস্থিত হন। সেখানে গলিত লাশের গায়ের পোশাক ও অন্যান্য আলামত দেখে স্বজনরা লাশটি বারেক মিয়ার বলে নিশ্চিত হন।

মাওনা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিন্টু মিয়া মোহনা টেলিভিশন অনলাইনকে বলেন, স্থানীয় লোকজনের কাছে খবর পেয়ে শালবনের ভেতর থেকে বৃদ্ধের গলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে স্বজনেরা লাশ শনাক্ত করেছেন। ঘটনাস্থলে বিষের বোতল পাওয়া গেছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এ এফ এম নাসিম বলেন, লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে পরবর্তী আইনগত পদক্ষেপ চলমান।

author avatar
Editor Online
Exit mobile version