Site icon Mohona TV

নিউ সুপার মার্কেটে পোড়া গন্ধের সঙ্গে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা

নিউ সুপার মার্কেটে পোড়া গন্ধের সঙ্গে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা

নিউ সুপার মার্কেটে পোড়া গন্ধের সঙ্গে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। এর পেছনে কোন দূরভিসন্ধি না থাকলে কেন ঈদের সময়ই শুধু দুর্ঘটনা ঘটে,এমন প্রশ্ন তাদের। এদিকে,নিউ সুপার মার্কেটকে অতিঝুঁকিপূর্ণ বিবেচনা করে কয়েকবার নোটিশ দেয়া হয়েছিল বলে জানিয়েছেন,ফায়ার সার্ভিসের পরিচালক তাজুল ইসলাম। যদিও এ বিষয়ে কোন কিছু জানেন না নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির  সভাপতি আমিনুল ইসলাম শাহিন।

ঈদের আগে স্বপ্ন পুড়ে খাক হওয়া ব্যবসায়ীদের বিলাপ যেন থামছেই না। নিউ সুপার মার্কেটে এখন পোড়া গন্ধের সঙ্গে বাতাসে ভেসে বেড়াচ্ছে ষড়যন্ত্রের গন্ধ। সন্দেহের সূত্রপাত এই ওভারব্রিজ থেকে। আগুন লাগার এক ঘন্টা আগে ঝুঁকিপূর্ণ বিবেচনায় মধ্যরাতে ওভারব্রিজ ভাঙতে আসে সিটি করপোরেশন। এর পরই মার্কেটে আগুন লাগে বলে অভিযোগ করেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

মার্কেটের পোড়া বর্জ্য ও মালামাল অপসারণের কাজ চলছে। আগুন লাগার কারণ অনুসন্ধানে আলামত সংগ্রহ করছে গোয়েন্দা সংস্থা। এদিকে, নিউ সুপার মার্কেট অতিঝুঁকিপূর্ণ ছিল বলে সংবাদ সম্মেলনে জানান ফায়ার সার্ভিসের পরিচালক তাজুল ইসলাম চৌধুরী। রাজধানীতে এক হাজার ৫১১টি মার্কেট ও ভবন ঝুঁকিপূর্ণ বলেও তথ্য দেন তিনি।

তবে,মার্কেটটি ঝুঁকিপূর্ণ ছিল কি-না তা জানেন না নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি আমিনুল ইসলাম শাহীন ।  মধ্যরাতে কেন সিটি করপোরেশন ওভারব্রিজ ভাঙতে এলো,এমন প্রশ্ন এড়িয়ে যান তিনি।

author avatar
Editor Online
Exit mobile version