Site icon Mohona TV

ইউক্রেনে ৫ মাসে যুদ্ধে ১ লাখ রুশ সেনা হতাহতের দাবি যুক্তরাষ্ট্রের

ইউক্রেনে ৫ মাসে যুদ্ধে ১ লাখ রুশ সেনা হতাহতের দাবি যুক্তরাষ্ট্রের

ছবি: সংগৃহীত

ইউক্রেনের বাখমুত শহরে ডিসেম্বর থেকে এখন পর্যন্ত যুদ্ধে রাশিয়ার ২০ হাজারের বেশি সেনা নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৮০ হাজার সেনা।

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র জন কিরবি সোমবার (১ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন। তাদের দাবি, নিহত সেনা সদস্যদের অর্ধেকেরও বেশি রুশ সমর্থিত ওয়াগনার গ্রুপের যোদ্ধা। খবর বিবিসির।

মার্কিন নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র জন কিরবি জানান, মার্কিন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তৈরি হয়েছে নতুন প্রতিবেদন। ফ্রন্টলাইনে রাশিয়া পিছিয়ে পড়েছে বলেও দাবি করেন কিরবি। তবে ইউক্রেনের হতাহতের বিষয়ে কিছু জানাননি। নিজের বক্তব্যে রাশিয়াকে আগ্রাসী হিসেবে আখ্যা দেন তিনি।

কৌশলগত গুরুত্বপূর্ণ বাখমুতের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে গত কয়েক মাস ধরেই তীব্র লড়াই চলছে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে। বর্তমানে বাখমুতের ছোট্ট একটা অংশ ইউক্রেনের নিয়ন্ত্রণে রয়েছে। সেখান থেকেই দেশটির সেনারা রাশিয়ার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলছেন। ইউক্রেনের কর্মকর্তাদের ভাষ্য, বাখমুতে তারা যতটা সম্ভব রাশিয়ার সেনাদের বধ করতে ও তাদের মজুত করা যুদ্ধাস্ত্র ধ্বংস করতে কাজ করছে।

author avatar
Editor Online
Exit mobile version