Site icon Mohona TV

বান্দরবানে চিম্বুক এলাকায় সেনাবাহিনীর সুপেয় পানি বিতরণ

বান্দরবানে চিম্বুক এলাকায় সেনাবাহিনীর সুপেয় পানি বিতরণ

বান্দরবানের দূর্গম এলাকার বিভিন্ন পাড়ায় বিশুদ্ধ খাবার পানি ও দৈনন্দিন ব্যবহার্য্য পানি বিতরণ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী।

বৃহস্পতিবার (০৪ মে) সকালে সদর উপজেলার চিম্বুক ও আশপাশের বেশ কয়েকটি পাড়ায় তীব্র পানি সংকটের খবর পেয়ে ঐসব এলাকায় সুপেয় পানি বিতরণ করা হয়।

শুষ্ক মৌসুমে ঝিড়ি-ঝর্ণার পানি শুকিয়ে যাওয়ায় বান্দরবানের দূর্গম বিভিন্ন পাড়ায় দেখা দিয়েছে সুপেয় পানির তীব্র সংকট। শুধু তাই নয়, দৈনন্দিন ব্যবহার্য্য পানির অভাবে মানবেতর জীবন যাপন করছে দূর্গম এলাকায় বসবাসকারীরা। জীবন বাঁচাতে দূষিত পানি পান করে অনেকে আক্রান্ত হচ্ছে বিভিন্ন পানিবাহিত রোগে। তাই দূর্গম এলাকায় বসবাসকারী এসব মানুষের পানির চাহিদা পূরণে সেনাবাহিনীর পক্ষ থেকে পাড়ায় পাড়ায় খাবার পানি ও দৈনন্দিন ব্যবহার্য্য পানি বিতরণ করা হচ্ছে।

সদর উপজেলার চিম্বুক, বাইট্টা পাড়া, ক্রামাদি পাড়া, ম্রলং পাড়া, বাগান পাড়াসহ বেশ কয়েকটি পাড়ায় সেনাবাহিনীর গাড়ীতে করে খাবার পানি ও ব্যবহার্য্য পানি বিতরণ করা হয়। দূর্গম এলাকায় বসবাসকারী মানুষের পানির চাহিদা পূরণে এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান সেনা কর্তৃপক্ষ।

 

author avatar
Editor Online
Exit mobile version