Site icon Mohona TV

দেশের দ্বিতীয় ও সর্ববৃহৎ মেরিটাইম ইনস্টিটিউট মাদারীপুরে, জুনে উদ্বোধন

দেশের দ্বিতীয় ও সর্ববৃহৎ মেরিটাইম ইনস্টিটিউট মাদারীপুরে জুনে উদ্বোধন

প্রতিবছর ৬০০ নাবিক-ক্রু’র প্রশিক্ষণ নেওয়ার জন্য চট্টগ্রামের পর দেশের সর্ববৃহৎ ও দ্বিতীয় মেরিটাইম ইনস্টিটিউট নির্মাণ করা হয়েছে মাদারীপুরে। চলতি মাসের শেষে অথবা আগামী জুনে এর উদ্বোধন হবে বলে জানিয়েছেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য ও সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান।

সোমবার (০৮ মে) বেলা ১২টার দিকে মাদারীপুরের দুধখালীর ‘এওজ’-এর প্রকল্প এলাকা পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

শাজাহান খান বলেন, দেশে ও বিদেশে জাহাজে কর্মরত নাবিক ও ক্রু-দের প্রশিক্ষনের জন্য এই প্রতিষ্ঠান ৭৬ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে। প্রতিবছর দুটি গ্রুপে ৬শ’ শিক্ষার্থী ভর্তি হতে পারবে। যারা বিদেশে জাহাজে চাকুরী করে তারা ১০ বছর চাকুরী করলে ১০ কোটি টাকা দেশে নিয়ে ফিরতে পারে। এখান থেকে যারা প্রশিক্ষণ নিবে তারাও ভাল আয় করবে। প্রশিক্ষনার্থীর জন্য থাকা-খাওয়া ও খেলাধুলারও সু-ব্যবস্থাও রয়েছে প্রতিষ্ঠানটিতে।

এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশিদ খান, চট্টগ্রাম মেরিটাইম ইনস্টিটিউট-এর অধ্যক্ষ আতাউর রহমান, গণপূর্ত বিভাগের মাদারীপুরের নির্বাহী প্রকৌশলী কামরুল ইসলাম খান, অতিরিক্ত জেলা প্রশাসক ঝোটন চন্দ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাখাওয়াত হোসেন প্রমুখ।

author avatar
Editor Online
Exit mobile version