Site icon Mohona TV

রানা প্লাজা ধসে হতাহতের ঘটনার মামলায় রানার জামিন স্থগিত

রানা প্লাজা ধসে হতাহতের ঘটনার মামলায় রানার জামিন স্থগিত

সাভারে রানা প্লাজা ধসে হতাহতের ঘটনার মামলায় ভবন মালিক সোহেল রানাকে হাইকোর্টের দেয়া জামিন ১০ জুলাই পর্যন্ত স্থগিত থাকবে।একইসঙ্গে জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আনা লিভ টু আপিলের শুনানির জন্য ১০ জুলাই দিন ধার্য করা হয়েছে।

আজ সোমবার (০৮ মে) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে আপিল বিভাগ বেঞ্চ  এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল সারওয়ার হোসেন বাপ্পী।

এ বিষয়ে জারি করা রুল মঞ্জুর করে গত ৬ এপ্রিল হাইকোর্ট তাকে জামিন দেন। পরে রাষ্ট্রপক্ষ তার এই জামিন স্থগিত চেয়ে আবেদন করেন। ওই আবেদনের শুনানি নিয়ে ৯ এপ্রিল তার জামিন ৮ মে পর্যন্ত স্থগিত করেছিলেন আপিল বিভাগের চেম্বার কোর্ট। একইসঙ্গে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির দিন ঠিক করেন। এরমধ্যে রাষ্ট্রপক্ষ লিভ টু আপিল (হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিলের অনুমতি চেয়ে আবেদন) করেন।

উল্লেখ্য, ২০১৩ সালের ২৪ এপ্রিল সাভার বাসস্ট্যান্ড সংলগ্ন রানা প্লাজা ধসে নিহত হয় ১ হাজার ১৩৬ জন মানুষ। এ ঘটনার পাঁচদিন পর ২৯ এপ্রিল ভারতে পালিয়ে যাওয়ার পথে সোহেল রানাকে যশোরের বেনাপোল থেকে গ্রেফতার করা হয়। তখন থেকে রানা কারাগারে আছে।

author avatar
Editor Online
Exit mobile version