Site icon Mohona TV

ইউক্রেনকে ৩ বিলিয়ন ডলারের সামরিক সহায়তা দিচ্ছে জার্মানি

ইউক্রেনকে ৩ বিলিয়ন ডলারের সামরিক সহায়তা দিচ্ছে জার্মানি

ইউক্রেনকে ৩ বিলিয়ন ডলার সামরিক সহায়তার ঘোষনা দিয়েছে জার্মানি । সামরিক সহায়তার অংশ হিসেবে আধুনিক ট্যাংক, বিমান বিধ্বংসী ব্যবস্থা ও গোলাবারুদ রয়েছে। ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির জার্মান সফরের আগেই এ ঘোষণা দিলো দেশটি। খবর আলজাজিরার

রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে আরও শক্তিশালী করতে ইউক্রেনকে প্রায় তিন বিলিয়ন ডলারের সামরিক সহায়তা দিচ্ছে জার্মানি। জার্মানি শনিবার ইউক্রেনকে বড় অঙ্কের এই সামরিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে।

জার্মানির প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। সামরিক সহায়তার অংশ হিসেবে যেসব সামরিক সরঞ্জাম প্রদান করবে জার্মনি: ৩০ লিওপার্ড ১ এ৫ ট্যাংক, ২০টি সাজোয়া যান, ১০০ টির বেশি যুদ্ধ যান। ১৮ টি সয়ংক্রিয় হোইৎজার, ২০০টি ড্রোন, চারটি বিমান বিরোধী প্রতিরক্ষা ব্যবস্থাসহ অন্যন্য সামরিক সরঞ্জাম।

জার্মানির প্রতিরক্ষামন্ত্রী বরিস পিসটোরিয়াস বলেছেন, ইউক্রেনের এ মুহুর্তে সমরাস্ত্র কতটা জরুরি তা আমরা উপলব্ধি করতে পেরেছি এবং দ্রুত কিয়েভকে সহায়তার উদ্যোগ নিয়েছে বার্লিন।

শনিবার এক টুইট বার্তায় জার্মান সফরের কথা জানান জেলেনস্কি । রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর এই প্রথম জার্মানি সফর করছেন তিনি।

এর আগে শনিবার ইতালি সফর করেন ইউক্রেন প্রেসিডেন্ট। সেখানে পোপ ফ্রান্সিস ও ইতালির বেশ কয়েকজন নেতার সঙ্গে দেখা করেন তিনি।

author avatar
Editor Online
Exit mobile version