Site icon Mohona TV

মিয়ানমারে তাণ্ডব চালিয়েছে শক্তিশালী ঘূর্ণিঝড় মোখা

মিয়ানমারে তাণ্ডব চালিয়েছে শক্তিশালী ঘূর্ণিঝড় মোখা

মিয়ানমারে তাণ্ডব চালিয়েছে শক্তিশালী ঘূর্ণিঝড় মোখা। রোববার বিকালে রাখাইন রাজ্যের সিট্যুয়ে উপকূলে আঘাত হানে মোখা।

দেশটির আবহাওয়া বিভাগের বরাত দিয়ে খবরে বলা হয়, রাখাইন রাজ্যের সিট্যুয়ে শহরের কাছে ঘণ্টায় ২০৯ কিলোমিটারের বেশি বাতাসের গতিবেগে নিয়ে আছড়ে পড়ে মোখা। ঘূর্ণিঝড়ের আঘাতে অনেক ভবনের ছাদ উড়ে গেছে। তিনজনের মৃত্যু হয়েছে।মোখার প্রভাবে সিট্যুয়ে, কিয়াউকপিউ এবং গওয়া শহরে ঘরবাড়ি, বৈদ্যুতিক ট্রান্সফরমার, মোবাইল ফোনের টাওয়ার, নৌকা ও ল্যাম্পপোস্ট ক্ষতিগ্রস্ত হয়েছে।

দেশটির বৃহত্তম শহর ইয়াঙ্গুন থেকে প্রায় ৪২৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমের কোকো দ্বীপপুঞ্জের বেশ কিছু ভবনের ছাদ উড়ে গেছে।

সিট্যুয়ে শহরের আশ্রয়কেন্দ্রের স্বেচ্ছাসেবী টিন নিয়েন বলেন, শহরের দুই লাখ বাসিন্দার মধ্যে চার হাজারের বেশি মানুষকে অন্য শহরে সরিয়ে নেওয়া হয়েছে। ২০ হাজারের বেশি মানুষ শহরের উঁচু এলাকায় অবস্থিত মঠ, প্যাগোডা ও স্কুলের মতো ভবনে আশ্রয় নিয়েছেন বলে জানান তিনি।

author avatar
Editor Online
Exit mobile version