Site icon Mohona TV

নাটোরে হেরোইন মামলায় যাবজ্জীবন কারাদন্ড

নাটোরে হেরোইন সংরক্ষন ও বহনের দায়ে এক ব্যাক্তিকে যাবজ্জীবন কারাদন্ড

নাটোরে হেরোইন সংরক্ষন ও বহনের দায়ে এক ব্যাক্তিকে যাবজ্জীবন কারাদন্ড

নাটোরে হেরোইন সংরক্ষন ও বহনের দায়ে রাকিবুল ইসলাম নামে এক ব্যাক্তিকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েনে আদালত। বৃহস্পতিবার নাটোরের অতিরিক্ত দায়রা জজ আদালত-২ এর বিচারক মোস্তাফিজুর রহমান এই আদেশ দেন। দন্ডপ্রাপ্ত রাকিবুল চঁাপাইনবাবগঞ্জের শুকনাপাড়া গ্রামের নুর মহম্মদের ছেলে।

মামলা সুত্রে জানা যায়, ২০২১ সালের ১১ জুন সকালে গুরুদাসপুরের নাটোর-ঢাকা মহাসড়কের কাছিকাটা টোল প্লাজা এলাকায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে চেকপোষ্ট বসায় পুলিশের একটি টিম। এ সময় রাজশাহী থেকে ঢাকা গামী হানিফ এন্টারপ্রাইজের যাত্রীবাহী একটি বাসে তল্লাশী চালানো হয়। তল্লাশীকালে বাসের যাত্রী রাকিবুল ইসলামের গতিবিধি সন্দেহজনক হলে তার দেহ তল্লাশী করা হয়। এ সময় তার কাছ থেকে ৭৪ গ্রাম হেরোইন উদ্ধার সহ তাকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়। মামলার স্বাক্ষ্য প্রমান গ্রহণ শেষে আদালতের বিচারক রাকিবুলের বিরুদ্ধে দোষ প্রমানীত হওয়ায় তাকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দেন।

 

 

author avatar
Editor Online
Exit mobile version