Site icon Mohona TV

কেরানীগঞ্জে জাল দলিলে নামজারী করতে গিয়ে আটক

কেরানীগঞ্জে জাল দলিলে নামজারী করতে গিয়ে এক ব্যক্তির কারাদণ্ড

দক্ষিণ কেরানীগঞ্জ ভুমি অফিসে জাল দলিলে নামজারী করতে গিয়ে আ: রশিদ (৫১) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। বুধবার (২৪ মে) তাকে ভুমি অফিস থেকে আটক করা হয়।

পরে সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আমেনা মারজান ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। রশিদ নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকার শুক্কুর মাহমুদের ছেলে।

দক্ষিণ কেরানীগঞ্জ ভুমি অফিসের নামজারী সহকারী মজিবর রহমান জয় জানান, সম্প্রতি কোন্ডা ইউনিয়নের কাটুরাইল মৌজায় রেহেনা বেগম ও খুকি বেগমের নামে ৩ টি নামজারী আবেদন ভুমি অফিসে জমা দেন দালাল আ: রশিদ। আবেদনগুলো যাচাই করতে গিয়ে দেখা যায়, আবেদনের সঙ্গে জমা দেয়া দলিলগুলো ঘষামাজা করা জাল দলিল। বুধবার দুপুরে আ: রশিদ ওই ৩ টি নামজারী আবেদনের বিষয়ে খোঁজ নিতে ভুমি অফিসে আসলে তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩০ দিনের কারাদণ্ড দেয়া হয় তাকে ।

আ: রশিদ জানান, কোন্ডার জসিম হাজী নামে এক ব্যক্তি তাকে নামজারীগুলো করতে দিয়েছিলেন।

author avatar
Editor Online
Exit mobile version