Site icon Mohona TV

মার্কিন ভিসানীতির ফলে অর্থ পাচার কমবে : পররাষ্ট্রমন্ত্রী

মার্কিন ভিসানীতির ফলে অর্থ পাচার কমবে

মার্কিন ভিসা নীতির ফলে অর্থ পাচার কমবে বলে মনে করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, দেশে নিরাপত্তার সমস্যা নেই। রাষ্ট্রদূতরা কেউ কোনো অপরাধ করেনি, যে ক্রাইসিস হবে।

শনিবার (২৭ মে) সকালে রাজধানীর সেগুন বাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে হেলথ জার্নাল অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, এ বিষয়ে সাধারণ ভোটার, এজেন্টদের চিন্তার কোনো কারণ নেই। এছাড়া, মার্কিন ভিসানীতির ফলে অর্থ পাচার কমবে বলেও মনে করেন তিনি। পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই ভিসানীতির আওতায় দেশে জ্বালাও-পোড়াও বন্ধ হোক। দেশে সুষ্ঠু নির্বাচন হোক। ড. আব্দুল মোমেন বলেন, দেশে রাষ্ট্রদূতদের নিরাপত্তা নিয়ে আগে কখনও কোনো সমস্যা হয়নি। পারিবারিক সমস্যার কারণে বদিউল আলম মজুমদারের বাসায় সমস্যা হয়েছিল বলেও জানান তিনি।

ড. মোমেন বলেন, নতুন ভিসানীতির ফলে শুধু সরকারি কর্মচারী, ব্যবসায়ী, আমলা- যারা যুক্তরাষ্ট্রের ভিসা নেন, তারাই চিন্তিত হবেন। সাধারণ ভোটার, এজেন্ট যারা, তাদের ওরিড হওয়ার কিছু নেই।

তিনি বলেন, আমরা চাইবো, এই ভিসানীতির আওতায় জ্বালাও পোড়াও বন্ধ হোক। আমরা ফ্রি ফেয়ার ইলেকশন চাই।

 

author avatar
Editor Online
Exit mobile version