Site icon Mohona TV

ইউক্রেনের রাজধানী কিয়েভে রাতভর ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া

ইউক্রেনের রাজধানী কিয়েভে রাতভর ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া

ছবি : সংগৃহীত

ইউক্রেনের রাজধানী কিয়েভে শনিবার রাতভর ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত একজন নিহত হয়েছেন।

মেয়র ভিটালি ক্লিটসকো বলেন, একটি পেট্রল পাম্পের কাছে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে ৪১ বছর বয়সি এক ব্যক্তি প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন ৩৫ বছর বয়সি আরেক নারী।

এর আগে শনিবার রাশিয়ার পশ্চিমাঞ্চলের দুটি এলাকা পেসকভ ও টিভার অঞ্চলে ড্রোন হামলা চালায় ইউক্রেন । এর মধ্যে পেসকভ অঞ্চলে একটি তেল শোধনাগার ভবনে দুটি ড্রোন হামলায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে।

পেসকভ অঞ্চলের গভর্নর মিখাইল ভেদেনিকভ এক টেলিগ্রামবার্তায় বলেছেন, পাইপ লাইনের মাধ্যমে তেল সরবরাহ করা একটি প্রতিষ্ঠানের প্রশাসনিক ভবনে ড্রোন হামলা হয়েছে।

পৃথক এক বিবৃতিতে টিভার অঞ্চলের গভর্নর ইগর রুডেনিয়া জানিয়েছেন, এনিড্রয়ানোপোলস্কি জেলার ইয়েরোখিনো গ্রামের কাছে একটি ড্রোন বিধ্বস্ত হয়েছে। দুই অঞ্চলের গভর্নরই প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর জানাতে পারেননি। রাশিয়ার দাবি এসব হামলার সঙ্গে ইউক্রেনের সেনাবাহিনী জড়িত।

সম্প্রতি রাশিয়ার দুটি বিদ্রোহী গোষ্ঠীর মাধ্যমে সীমান্তে রাশিয়ার দুটি গ্রামে হামলা চালিয়েছিল ইউক্রেনীয় বাহিনী।

রাশিয়া সম্প্রতি কিয়েভের ওপর হামলা জোরদার করেছে। রাজধানীর প্রতিরক্ষাকে তারা ভেঙে ফেলতে চাইছে। কিয়েভের পশ্চিমে ঘাইটোমির শহরেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

author avatar
Editor Online
Exit mobile version