Site icon Mohona TV

আজ থেকে পুরোপুরি বন্ধ হয়ে গেল পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র

আজ থেকে পুরোপুরি বন্ধ হয়ে গেল পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র

কয়লার অভাবে আজ থেকে পায়রা তাপবিদ্যুৎকেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে গেল। সোমবার (০৫ জুন) বেলা ১২টা ৪৫ মিনিটে দেশের বৃহত্তম এই তাপবিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি বন্ধ হয়। এক হাজার ৩২০ মেগাওয়াটের পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রটি সমগ্র বরিশাল, খুলনা ও ঢাকার বেশ কিছু অংশের বিদ্যুতের নির্ভরযোগ্য উৎস‌ ছিল।

সোমবার (৫ জুন) পায়রা তাপবিদ্যুৎকেন্দ্রের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহ আব্দুল হাসিব এ তথ্য নিশ্চিত করেছেন ।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ডলার-সংকটে বিল বকেয়া থাকায় কয়লা সরবরাহ বন্ধ হয়ে গেছে দেশের সবচেয়ে বড় এই বিদ্যুৎকেন্দ্রের। নতুন করে কয়লা এলে চলতি জুন মাসের শেষ নাগাদ বিদ্যুৎকেন্দ্রটি আবার উৎপাদনে ফিরতে পারে।

তিন বছর আগে উৎপাদনে আসে পায়রা বিদুৎকেন্দ্র। তারপর থেকে এবারই প্রথম কয়লা সংকটের কারনে পুরোপুরি বন্ধ হয়ে গেল দেশের সবচেয়ে বড় এই বিদ্যুৎকেন্দ্রের। ফলস্বরুপ লোডশেডিং এর ভোগান্তি আরও তিব্র আকার ধারন করবে।

পায়রা বিদ্যুৎকেন্দ্র সূত্র বলছে, কয়লা আসতে অন্তত ২৫ দিন সময় লাগতে পারে। সে হিসাবে জুনের শেষ সপ্তাহে আবার বিদ্যুৎ উৎপাদন শুরু হতে পারে। কয়লা আমদানির ঋণপত্র খোলা হয়েছে। আগামী ১২ জুন জাহাজে কয়লা তোলার কথা।

 

author avatar
Editor Online
Exit mobile version