Site icon Mohona TV

যুক্তরাষ্ট্রে স্কুলের এক অনুষ্ঠানে গুলি, নিহত ২

যুক্তরাষ্ট্রে স্কুলের এক অনুষ্ঠানে গুলি নিহত ২

যুক্তরাষ্ট্রে স্কুলের এক অনুষ্ঠানে গুলি, নিহত ২

যুক্তরাষ্ট্রে হাইস্কুল গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে গুলির ঘটনায় দুই জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। স্থানীয় সময় মঙ্গলবার (৬ জুন) যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের রিচমন্ডের একটি পার্কে এই ঘটনা ঘটে। বুধবার (৭ জুন) পৃথক দুই প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স এবং সংবাদমাধ্যম সিএনএন।

প্রতিবেদনে বলা হয়েছে, ভার্জিনিয়ার রিচমন্ডে উচ্চ বিদ্যালয়ের গ্র্যাজুয়েশন অনুষ্ঠান যে থিয়েটারে আয়োজন করা হয়, সেটির বাইরে গুলির ঘটনায় দু’জন মারা গেছেন বলে নগরীর অন্তর্র্বতী পুলিশ প্রধান জানিয়েছেন।

সিএনএন বলছে, গুলির ঘটনার পর ১৯ বছর বয়সী সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করা হয়েছে বলে এডওয়ার্ডস জানিয়েছেন। পুলিশ তার বিরুদ্ধে দ্বিতীয়-ডিগ্রি হত্যার অভিযোগ দায়ের করতে চায়।

এডওয়ার্ডস বলেছেন, সন্দেহভাজন ওই ব্যক্তি নিহত দু’জনের অন্তত একজনকে জানত বলে আমরা মনে করি। পুলিশ প্রাথমিকভাবে দ্বিতীয় আরেক ব্যক্তিকে আটক করেছিল। কিন্তু গুলির এই ঘটনায় তিনি জড়িত নয় বলে তদন্তকারীরা মনে করছেন।

এডওয়ার্ডস আরও বলেন, ঘটনার সময় ৯ বছর বয়সী একটি মেয়ে গাড়ির ধাক্কায় আহত হয়। পরে মঙ্গলবার রাতে তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। তবে ওই শিশুর জীবন নিয়ে শঙ্কা নেই।

রয়টার্স বলছে, ভার্জিনিয়া কমনওয়েলথ ইউনিভার্সিটির ক্যাম্পাসে গ্র্যাজুয়েশন অনুষ্ঠান চলছিল। স্থানীয় সময় বিকেল ৫টার পরপরই গুলির ঘটনা শুরু হয়। পরে সন্দেহভাজন দুই ব্যক্তিকে হেফাজতে নেওয়া হয় বলে জানিয়েছে বার্তাসংস্থাটি।

সংবাদমাধ্যম বলছে, যুক্তরাষ্ট্রে বন্দুক হামলা নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। ২০২৩ সালে এখন পর্যন্ত দুই শতাধিক মানুষ দেশটিতে বন্দুক হামলায় প্রাণ হারিয়েছেন। এমনকি উত্তর আমেরিকার এই দেশটিতে জনসংখ্যার চেয়েও আগ্নেয়াস্ত্রের সংখ্যা বেশি।

author avatar
Editor Online
Exit mobile version