Site icon Mohona TV

মিরপুর জাতীয় চিড়িয়াখানায় হায়েনার কামড়ে এক শিশুর হাত বিচ্ছিন্ন

মিরপুর জাতীয় চিড়িয়াখানায় হায়েনার কামড়ে এক শিশুর হাত বিচ্ছিন্ন

রাজধানীর মিরপুরে জাতীয় চিড়িয়াখানায় হায়েনার কামড়ে এক শিশুর হাত বিচ্ছিন্ন হয়ে গেছে।

বৃহস্পতিবার (৮ জুন) মিরপুর জাতীয় চিড়িয়াখানায় এই ঘটনা ঘটে।

শিশুটির বয়স ২ বছর বলে জানা গেছে । তার বাড়ি নওগাঁয়। শিশুটি বর্তমানে রাজধানীর পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে।

জানা যায়, সকালে গাজীপুর থেকে পরিবারের সঙ্গে চিড়িয়াখানায় বেড়াতে আসে সায়ীদ নামে এক শিশু। খেলতে খেলতে হায়েনার খাঁচায় হাত ঢুকিয়ে দিলে হাতে কামড় বসায় হায়েনা।এ সময় পরিবারের লোকজন শিশুটির হাত ধরে টানাটানি করে বাঁচানোর চেষ্টা করলে কনুই থেকে হাত আলাদা হয়ে যায় তার। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে জাতীয় চিড়িয়াখানার পরিচালক ড. মোহাম্মাদ রফিকুল ইসলাম তালুকদার বলেন, শিশুটির চিকিৎসার ব্যয়ভার বহন করছে জাতীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষ। তদন্ত কমিটির সুপারিশে হায়েনার নিরাপত্তা বেষ্টনি উঁচু করার সিদ্ধান্ত হয়েছে।

author avatar
Editor Online
Exit mobile version