Site icon Mohona TV

আস্থা ভোটে জয়লাভ করে চার বছরের জন্য দ্বিতীয় মেয়াদ শুরু গ্রিক প্রধানমন্ত্রীর

আস্থা ভোটে জয়লাভ করে চার বছরের জন্য দ্বিতীয় মেয়াদ শুরু গ্রিক প্রধানমন্ত্রীর

গ্রিক সরকার শনিবার পার্লামেন্টে আস্থা ভোটে জয়লাভ করে চার বছরের জন্য তার দ্বিতীয় মেয়াদ শুরু করেছে। প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোটাকিসের নিউ ডেমোক্রেসি পার্টি দুই সপ্তাহ আগে নির্বাচনে জয়ের পর আস্থা ভোটটি অনুষ্ঠিত হয়।

এএফপির বরাত দিয়ে জানা যায়, ক্ষমতায় দ্বিতীয় মেয়াদের নীতি তৈরিতে তিন দিনের বিতর্কের পর, ক্ষমতাসীন দল একটি রোল-কল ভোটে ৩শ’ ডেপুটির মধ্যে ১৫৮ জনের আস্থা ভোট অর্জন করে। পার্লামেন্টে নিউ ডেমোক্রেসি দলের ১৫৮টি আসন রয়েছে।

দলটি প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক সংস্কারকে ত্বরান্বিত করার অঙ্গীকার নিয়ে ২৫ জুনের নির্বাচনে ৪০.৫৬ শতাংশ ভোট পেয়ে জয় লাভ করে। বামপন্থী সিরিয়াজার ১৭.৮৩ শতাংশ এবং সমাজতান্ত্রিক পাসোক ১১.৮৪ শতাংশ ভোট পেয়েছে।

মিৎসোটাকিস শনিবার তার সরকারের নীতি উপস্থাপনের পর বলেন, ‘নির্বাচন দেখিয়েছে যে গ্রীস মহান পরিবর্তনের যুগে প্রবেশ করেছে, এবং সংখ্যাগরিষ্ঠ (দল) যে রায় পেয়েছে তার লক্ষ্য হল এসব পরিবর্তনকে দ্রুত এগিয়ে নিয়ে যাওয়া।’

author avatar
Editor Online
Exit mobile version