Site icon Mohona TV

রেললাইনের মাঝপথেই ট্রেনের ইঞ্জিনে ত্রুটি, যাত্রী ভোগান্তি চরমে

গাজীপুরের শ্রীপুরে যাত্রীবাহী দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনের ইঞ্চিনে ত্রুটিজনিত কারনে বিকল হয়ে পৌনে দুই ঘন্টা পর ছেড়ে যায় ট্রেন। এতে ভেপসা গরমে কয়েক হাজার যাত্রী চরম ভোগান্তির শিকার হন।
মঙ্গলবার (২৫ জুলাই ) সকাল সাড়ে সাতটার দিকে জয়দেবপুর-গফরগাঁও রেলপথের শ্রীপুর পৌর এলাকার লোহাগাছ গ্রামে যাত্রীবাহী ওই কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ার ঘটনা ঘটে।
স্থানীয় ও রেলওয়ে সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী কমিউটার এক্সপ্রেস ট্রেনটি রাজেন্দ্রপুর স্টেশন অতিক্রম করে শ্রীপুর স্টেশনের আড়াই কিলোমিটার দূরে লোহাগাছ এলাকায় ইঞ্জিনের ত্রুটি দেখা দেয়। এসময় ইঞ্জিনটি বন্ধ হয়ে যায়। প্রায় দেড় ঘন্টার প্রচেষ্টায় চালক ও সহকারী চালক মিলে ইঞ্জিনটি চালু করতে ব্যর্থ হয়। পরে রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষ রিলিফ ইঞ্জিন খবর দেন।
ট্রেনের যাত্রী রউশন আলী বলেন,” রোগী নিয়ে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে যাচ্ছিলাম। এমন স্থানে ট্রেন নষ্ট হলো যে, অন্য উপায় নেই।
আমেনা খাতুন নামের একজন বলেন, ” দীর্ঘ সময় ট্রেন দাঁড়িয়ে থাকায় বাচ্চাদের নিয়ে ভেপসা গরমের যন্ত্রণায় আছি”।
ব্যবসায়ী আমিনুল মিয়া বলেন, রাজেন্দ্রপুর স্টেশনের পর থেকেই ট্রেনটি আস্তে আস্তে চলতে থাকে। এখানে এসে একেবারেই থেমে গেল। বিকল্প যাতায়াতের চেষ্টা করেও ব্যবস্থা হয়নি।
শ্রীপুর রেলওয়ে স্টেশনের মাস্টার সাইদুর রহমান মোহনা টেলিভিশন অনলাইনকে বলেন, ট্রেনটি জামালপুরের দেওয়ানগঞ্জের উদ্দ্যেশে  শ্রীপুর স্টেশন থেকে সকাল ৭টা ৩০ মিনিটে ছেড়ে যাওয়ার কথা ছিল। পৌনে সাতটার দিকে ওই স্থানে ইঞ্জিন বিকল হওয়ার বিষয়টি আমি জানতে পারি। সোয়া নয়টার দিকে ঢাকাগামী ভাওয়াল এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের সাহায্যে ট্রেনটিকে শ্রীপুর স্টেশনে নিয়ে আসা হয়। আশা করছি স্বল্প সময়ের মধ্যে উদ্ধারকারী ইঞ্জিন এসে যাত্রীবাহী ওই ট্রেনটি চালু করলে দেওয়ানগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যাবে।
author avatar
Editor Online
Exit mobile version