Site icon Mohona TV

শিক্ষক-কর্মচারীদের ৫ দফা দাবিতে মানববন্ধন

সরকারি কলেজের আত্তীকৃত শিক্ষক কর্মচারীদের ৫ দফা দাবিতে মানববন্ধন

সরকারি কলেজের আত্তীকৃত শিক্ষক-কর্মচারীদের ৫ দফা দাবিতে মানববন্ধন

সরকারি কলেজের আত্তীকৃত শিক্ষক-কর্মচারীদের বেসরকারি আমলে পাওয়া স্ব-স্ব গ্রেড ও ধাপ বহাল রেখে বেতন-ভাতা নির্ধারণ ও দ্রত নিয়োগ দেয়াসহ ৫ দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সরকারি কলেজ শিক্ষক সমিতি (সকশিস)।

আজ সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
সংগঠনের সভাপতি মো. ইসহাকের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে শিক্ষক-কর্মচারীদের বেসরকারি আমলের চাকরীকালের শতভাগ সময় সরকারি চাকরীকাল হিসাবে গণনা করে বেতন-ভাতা ও জেষ্ঠ্যতা নির্ধারণ, পদোন্নতি, পেনশন ও ছুটি কার্যকর করা, আত্তীকৃত কলেজসমূহে বদলির সুযোগ রাখা ও অতিদ্রুত শিক্ষক-কর্মচারী নিয়োগ দেয়ার দাবি জানানো হয়।
এছাড়া সৃজনকৃত পদে সকল শিক্ষক কর্মচারীকে এডহকভিত্তিতে নিয়োগ প্রদান, আত্তীকৃত শিক্ষকগণকে সরকারি কলেজের অনুরূপ সহকারী অধ্যাপক (নন ক্যাডার), সহযোগী অধ্যাপক (নন ক্যাডার), অধ্যাপক (নন ক্যাডার) পদে পদোন্নতির উপবিধি প্রণয়ন করে দ্রুত পদোন্নতিসহ মানববন্ধনে আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে পাঁচ দফা দাবি বাস্তবায়নের জন্য আহবান জানানো হয়।
শিক্ষক সমিতির নবনির্বাচিত সভাপতি মো. ইসহাকের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মো. কামরুল হাছান পাঠান।

author avatar
Editor Online
Exit mobile version