রংপুর

দিনাজপুরে কবর থেকে কঙ্কাল চুরি, আটক ৫

দিনাজপুর প্রতিনিধি: সুবল রায়

দিনাজপুরে বেড়েই চলেছিল কবরস্থান থেকে কঙ্কাল চুরির ঘটনা । চুরি প্রতিরোধে বীরগঞ্জ উপজেলা পরিষদ, জনসাধারন, বিট পুলিশ, আনসার , কমিউনিটি ও গ্রাম পুলিশের সমন্বয়ে কবরস্থান পাহাড়া টিম গঠন করা হয় ।
এরই ধারাবাহিকতায় রবিবার রাত সোয়া এগারো টায় উপজেলার মোহনপুর ইউনিয়নের চৌধুরী হাটের পাশে কবরস্থান থেকে কঙ্কাল চুরির সময় স্থানীয় জনতা পাঁচ চোরকে আটক করে । খবর পেয়ে নির্বাহী অফিসার মো: ফজলে এলাহী ও অতিরিক্ত পুলিশ সুপার বীরগঞ্জ সার্কেল খোদাদাদ হোসেন ও  থানার ওসি আব্দুর রাজ্জাক, ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আটককৃতদের থানায় নিয়ে আসে।প্রাথমিক জিজ্ঞাসাবাদে কঙ্কাল চুরি করে রংপুর ও ঢাকায় সাড়ে তিন থেকে চার হাজার টাকায় বিক্রির কথা স্বীকার করেছে আটকৃতরা ।সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রিস ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক দেবাশীষ চৌধুরী ।
উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো: ফজলে এলাহী ।
আটকৃতরা হলেন লালচান, সিরাজুল ইসলাম, সোবাহান বাবর আলী, ফরিদ শেখ ফরিদ, দেলয়ার হোসেন বাবু । তারা দীর্ঘদীন ধরে কঙ্কাল চুরি করে আসছিল ।
author avatar
Editor Online
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button