রাজশাহীসংবাদ সারাদেশ

বঙ্গবন্ধু হত্যার পিছনেও ছিল মার্কিন যুক্তরাষ্ট্র: রাজশাহী সিটি মেয়র

সিরাজগঞ্জ প্রতিনিধি: জুবায়েল হোসেন 

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু হত্যার পিছনেও ছিল। মার্কিন যুক্তরাষ্ট্র জাতির পিতাকে হত্যা করার জন্য তাদের তৎকালীন রাষ্ট্রদূত ঢাকায় যিনি ছিলেন, সেই ব্যাক্তিকে দিয়ে সকল কলকাঠি নাড়িয়ে মেজর ডালিম-রশিদদেরকে ডেকে নিয়ে তাদেরকে বসিয়ে, চক্রান্ত করে গ্রীন সিগনাল অর্থাৎ, তোমরা হত্যা করতে পারো, আমরা তোমাদের পিছনে আছি। এই সিগনাল দেওয়ার কারনেই হিমালয় সম একটা মানুষ, যাকে বাংলাদেশে নয়, বিশ্বের মানুষও মহামানব হিসেবে জানতো সেই বঙ্গবন্ধুকে হত্যা করার সাহস সেনবাহিনী থেকে বহিষ্কৃত অথবা পাকিস্তান থেকে পরে আসা মেজর ডালিম, রশিদ, হুদা, মজিদ, মাজেদ সহ শাহারিয়ার এই হত্যাকাণ্ড করার সাহস পেয়েছিল। সেটিও কিন্তু এই মার্কিন যুক্তরাষ্ট্রের কারনেই।
মঙ্গলবার  বিকেলে এসএস রোডের জেলা আ.লীগ কার্যালয়ের সামনে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগ আয়োজিত শোক ও স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের মুক্তিযুদ্ধের সময়েও সপ্তম নৌবহর পাঠিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে বাধাগ্রস্ত করতে চেয়েছিল। তখন বন্ধু দেশ ভারত আমাদের পাশে দাঁড়িয়েছিল তাই দেশ স্বাধীন হয়েছিল। তখন ইন্দিরা গান্ধী আমাদের এক কোটি মানুষকে দেখেছিলেন। না হলে এই মুক্তিযুদ্ধ অন্যদিকে চলে যেতে পারত।
তিনি বলেন, জিয়াউর রহমান জাতির পিতার হত্যাকারীদের ক্ষমা করে দেন। তিনিই তাদেরকে নানান জায়গায় পুনর্বাসন করেছিলেন। তার সময়ে তার বিরুদ্ধে কথা বলায় হাজার হাজার সেনাবাহিনী ও বিমানবাহিনীর অফিসার জোয়ানদের বিনা বিচারে হত্যা করা হয়েছিল। তিনি কারফিউ দিয়েছে, মানুষকে নির্যাতন করেছেন। তার সময়ে অসংখ্য নেতাকর্মীদের হত্যা করা হয়েছে। জিয়াউর রহমান জাতির পিতাকে হত্যার কলকাঠি নেড়েছেন।
আমাদের তারা ভয় দেখায় যে আগামীতে আওয়ামী লীগকে ক্ষমতায় আনা যাবেনা, দেশে নির্বাচন হতে দেওয়া হবেনা? তাদের প্রেসক্রিপশন অনুযায়ী এ দেশে নির্বাচন হবেনা। আজকে দেশে যে অভূতপূর্ব উন্নতি এটা শেখ হাসিনার হাত দিয়ে হয়েছে। উন্নয়নের নানান সূচক এখন দৃশ্যমান। বাংলাদেশের মানুষের আয় বেড়েছে এটাও উন্নয়নের সূচক।
সিরাজগঞ্জ নৌকার উর্বর ঘাটি উল্লেখ করে তিনি বলেন, আমরা আগামীতেও এখানকার ৬টি আসন পাবো ইনশাআল্লাহ। দেশের এতো উন্নয়ন তা মানুষ ভুলে যেতে পারেনা। তিনি বলেন, আর যাই হোক তারেক রহমান লন্ডনে বসে বাংলাদেশের মাটিতে ক্ষমতার যাওয়ার যে নকশা করছে বাংলাদেশের মানুষ তা হতে দেবে না।
author avatar
Editor Online
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button