Site icon Mohona TV

ঘরবন্দি শৈশবে ভরসা কেবল ৩/১০ ফুট মাঠ!

শিশু-কিশোররা খেলাধুলার মাধ্যমেই পেয়ে থাকে ভারসাম্যের শিক্ষা। কিন্তু রাজধানীতেই সে সুযোগ কই! আধুনিক বিশ্বে কংক্রিটের স্তূপে চাপা পড়ে হারিয়ে যেতে বসেছে শিশুর স্বাভাবিক জীবন। ঘরবন্দি শিশুদের দৌড়ে বেড়ানোর সুযোগ নেই, নেই খেলার মাঠও। পরিকল্পিত এবং অপরিকল্পিতভাবে নির্বিচারে অস্তিত্ব সঙ্কটে খেলার মাঠ, এতে ধ্বংস হচ্ছে আগামীর সম্ভাবনাময় প্রজন্ম। শিশু-কিশোরদের সুস্থ-স্বাভাবিক বেড়ে ওঠার পথও হচ্ছে বাধাগ্রস্ত।

আর রাজধানীর প্রায় প্রতিটি শিশুরই খেলার মাঠ বলতে ৩/১০ ফুটের বারান্দা কিংবা বেলকনি। ছবিটি রাজধানীর শ্যামলী থেকে তুলেছেন আমাদের স্টাফ রিপোর্টার মনিরুল ইসলাম।

author avatar
Editor Online
Exit mobile version