Site icon Mohona TV

ইরানে কয়লা খনিতে বিস্ফোরণ; নিহত ৬

ইরানে কয়লা খনিতে বিস্ফোরণ; নিহত ৬: সংগৃহীত ছবি

ইরানের উত্তরাঞ্চলে একটি কয়লাখনিতে বিস্ফোরণে ছয়জন নিহত হয়েছে। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ইরনা সোমবার (০৪ সেপ্টেম্বর ২০২৩) এ কথা জানিয়ে বলেছে, উত্তরাঞ্চলীয় শহর ধামগানের ৪শ’কিলোমিটার গভীরে একটি টানেলে বিস্ফোরণটি ঘটে। বিস্ফোরণের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ইরনা আরো জানিয়েছেন,‘ধামগানে রোববারের বিস্ফোরণের পর ছয় শ্রমিক খনিতে আটকা পড়ে।’তাদের উদ্ধারে চালানো অভিযান ব্যর্থ হয়। পরে সোমবার লাশ উদ্ধার করা হয়।

একই এলাকায় ২০২১ সালের মে মাসে খনি ধসে দুই শ্রমিকের নিহত হওয়ার খবর স্থানীয় সংবাদ মাধ্যমে প্রচার করা হয়।
এছাড়া দেশটির উত্তরাঞ্চলীয় আজাদ শাহর শহরে ২০১৭ সালে কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণে ৪৩ শ্রমিক প্রাণ হারিয়েছিল। এ ঘটনা ইরানী কর্তৃপক্ষের প্রতি ব্যাপক ক্ষোভের জন্ম দেয়।

author avatar
Editor Online
Exit mobile version