Site icon Mohona TV

সাজেকে অপহৃত ঢাবি ছাত্রী উদ্ধার

রাঙামাটির সাজেক যাওয়ার পথে অপহৃত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী দীপিকা চাকমাকে উদ্ধার করেছে সাজেক থানা পুলিশ। ছবি সংগৃহীত

রাঙামাটির সাজেকে যাওয়ার পথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপহৃত ছাত্রী দীপিকা চাকমাকে উদ্ধার করেছে পুলিশ।

দীপিকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী ও খাগড়াছড়ি জেলার বাসিন্দা। রাঙামাটির পুলিশ সুপার মীর আবু তৌহিদ বিষয়টি নিশ্চিত করেছেন। বুধবার (০৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে মিজোরাম সীমান্তবর্তী এলাকা থেকে অপহৃত পর্যটককে উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, দীপিকা এখন সাজেক থানায় রয়েছেন। তার পরিবারের লোকজন এলে তাদের কাছে ঢাবির এ শিক্ষার্থীকে বুঝে দেয়া হবে।

এর আগে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ৩০ জনের একটি দল সাজেক যাচ্ছিলেন। যাওয়ার পথে সিজকছড়ি এলাকায় ১০ থেকে ১৫ জনের একদল অস্ত্রধারী সন্ত্রাসী গাড়ির গতিরোধ করে শিক্ষার্থী দীপিকা চাকমাকে তুলে নিয়ে যায়। এ ঘটনার সঙ্গে সঙ্গে পুলিশ, সেনাবাহিনী পর্যটককে উদ্ধারে কাজ শুরু করে।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার জানিয়েছেন, দীপিকা চাকমাকে উদ্ধারে কাজ করছে পুলিশ, সেনাবাহিনী। বাকি শিক্ষার্থীদের সাজেকের সেনাবাহিনীর একটি ক্যাম্পে নিরাপদে আছে।

স্থানীয়রা জানায়, যে এলাকা থেকে পর্যটককে অপহরণ করা হয়েছে সেটি ইউপিডিএফের নিয়ন্ত্রণাধীন এলাকা হিসেবে পরিচিত।

author avatar
Delowar Hossain Litu
Exit mobile version