Site icon Mohona TV

ইন্টারপোলের জন্মদিন আজ

১৯২৩ সালের ৭ সেপ্টেম্বর অস্ট্রিয়ার ভিয়েনায় যাত্রা শুরু হয় ইন্টারপোলের। ছবি: সংগৃহীত

ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন সংক্ষেপে ইন্টারপোল নামে পরিচিত। বিশ্বের সবচেয়ে বড়  পুলিশ সংগঠন এটি।

বিভিন্ন দেশের পুলিশ বিভাগের মধ্যে সংযোগ স্থাপনকারী এবং তথ্য ও অপরাধীদের আদান–প্রদানের বৈশ্বিক প্ল্যাটফর্ম ইন্টারপোল। ১৯২৩ সালের ৭ সেপ্টেম্বর অস্ট্রিয়ার ভিয়েনায় যাত্রা শুরু হয় ইন্টারপোলের।

ইন্টারপোল বা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন একটি আন্তর্জাতিক সংস্থা যার প্রধান কাজ আন্তর্জাতিক পুলিশকে সহায়তা করা। এটি ১৯২৩ সালে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ কমিশন নামে প্রতিষ্ঠিত হয় এবং ১৯৪৬ সালে বর্তমানের নামে পরিবর্তিত হয়।

ইন্টারপোলের বর্তমান সদস্য ১৯৪টি দেশ এবং এই সদস্যরাই বাৎসরিক চাদার মাধ্যমে ৫৯ মিলিয়ন ডলারের বাৎসরিক খরচ নির্বাহ করে। এর সর্বশেষ সদস্য দেশ ভানুয়াতু। প্রধান দফতর লিয়োঁ, ফ্রান্স-এ। এটি জাতিসংঘের পর দ্বিতীয় বৃহত্তম আন্তর্জাতিক সংস্থা।

author avatar
Delowar Hossain Litu
Exit mobile version