Site icon Mohona TV

সাভারে নদী ভাঙ্গন রোধে জিও ব্যাগ ফেলা হচ্ছে

সাভারে নদী ভাঙ্গন রোধে জিও ব্যাগ ফেলা হচ্ছে। ছবি: মোহনা সংবাদ

সাভারে নদী ভাঙ্গন রোধে জিও ব্যাগ ফেলা হচ্ছে। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ভাকুর্তা ইউনিয়নের ধলেশ্বরী নদীর বাধ রক্ষায় জিও ব্যাগ দিয়ে বাধ রক্ষার কাজের উদ্বোধন করেন ভাকুর্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিয়াকত হোসেন।

এসময় নদীর পাড়ের বাড়ি ঘর ও ফসলী জমি রক্ষায় ধলেশ্বরী নদীর নলাগড়িয়া থেকে চুনারচরের সিরাজনগর পর্যন্ত নদীতে জিও ব্যাগ দিয়ে বাধা রক্ষা হবে।

জানা যায়, ভাকুর্তা ইউনিয়নের ধলেশ্বরী নদীর পানি বৃদ্ধি পাওয়ায় নদীর পাড়ের বাড়ি ঘর ও ফসলি জমি নদীতে বিলিন হয়ে যাচ্ছে। বাড়ি ঘর ও ফসলী জমি রক্ষায় পানি উন্নয়ন বোর্ডের অর্থায়নে ও ঢাকা দুই আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট কামরুল ইসলামের উদ্যোগে জিও ব্যাগ দিয়ে নদীর বাধ রক্ষার কাজ শুরু হলো।

বাধ রক্ষার কাজ উদ্বোধনে এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

author avatar
Delowar Hossain Litu
Exit mobile version