Site icon Mohona TV

ছেলে কবীরকে সবসময়ই ”টিভি বা ভিডিও” থেকে দূরে রাখেন কোয়েল মল্লিক

ছেলে কবীরকে সবসময়ই ”টিভি বা ভিডিও” থেকে দূরে রাখেন: কোয়েল মল্লিক : সংগৃহীত ছবি

টলিউডের জনপ্রিয় নায়িকা কোয়েল মল্লিক। রঞ্জিত কন্যাকে বেশ পছন্দ করেন ভক্ত-অনুরাগীরা। কারণ ক্যারিয়ারে কখনোই বিতর্ক জড়ায়নি তার নামের পাশে।

যদিও বর্তমানে পর্দায় খুব একটা দেখে মেলে না কোয়েলের। সন্তান জন্মের পর কাজের সংখ্যা কমিয়ে ফেলেছেন। বেছে কয়েকটি সিনেমাই হাতে নিয়েছেন। তবুও তার জনপ্রিয়তা কমে যায়নি।

ব্যক্তিগত জীবন সবসময় আড়ালেই রাখতে পছন্দ করেন অভিনেত্রী। প্রযোজক স্বামী নিসপাল সিং বা একমাত্র ছেলে কবীরকে নিয়েও খুব একটা কথা বলেন না মিডিয়ার সামনে। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমেও পরিবারের ছবি খুব একটা প্রকাশ করেন না।

সম্প্রতি এক সাক্ষাৎকারে কোয়েল জানান, ছেলেকে সবসময়ই টিভি বা ভিডিওর থেকে দূরে রাখার চেষ্টা করেন তিনি। এর কারণ হিসেবে বলেন, ‘এখনকার সময়ে মানুষ নিজেদের মধ্যে গল্প-আড্ডা দিতে ভুলে যাচ্ছে। নিজেদের মধ্যে মজা করা ভুলে যাচ্ছে। সবাই এত টেকনোলজির ব্যবহার করছে। আমি যেহেতু নিজে এসব এতটা পছন্দ করি না তাই ওকে একটু দূরে রেখেছি। সব জিনিসেরই ভালো-খারাপ আছে। পরবর্তীতে যখন দরকার পড়বে তখন অবশ্যই ও এগুলো দেখবে। তবে ব্যালেন্স রাখাটা দরকার।’

author avatar
Mohona Online
Exit mobile version