Site icon Mohona TV

উচ্চ সিসি বাজাজ পালসার এন-২৫০ উপহার পেল স্বরাষ্ট্রমন্ত্রী

উচ্চ সিসি বাজাজ পালসার এন-২৫০ উপহার পেল স্বরাষ্ট্রমন্ত্রী : ছবি সংগৃহীত

স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে সরকারের বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তাদের উপস্থিতিতে গত বৃহস্পতিবার অনুষ্ঠিত সভায় বাংলাদেশের সড়কে ৩৫০ সিসির মোটরসাইকেল চলাচলের অনুমতি দেওয়া হয়।

এর ভিত্তিতে উত্তরা মোটর্স লিমিটেড সর্বপ্রথম উচ্চতর সিসির একটি বাজাজ পালসার এন-২৫০ মোটরসাইকেল স্বরাষ্ট্রমন্ত্রীকে উপহার দেন উত্তরা মোটর্স-এর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মতিউর রহমান।

দেশের শীর্ষস্থানীয় অটোমোবাইল আমদানিকারক, প্রস্তুতকারী এবং বাজারজাতকারী প্রতিষ্ঠান উত্তরা মোটর্স-এর চেয়ারম্যানের প্রতিশ্রুতি অনুযায়ী আগামী দুই এক মাসের মধ্যে দেশের মোটরসাইকেল ক্রেতাদের জন্য উচ্চতর সিসির বাজাজ পালসার এন-২৫০ মোটরসাইকেল বাজারে নিয়ে আসবে। এতে বাজাজ পালসার মোটরসাইকেল গ্রাহকদের বহুদিনের প্রত্যাশা পূরণ হবে।

বাংলাদেশে বাজাজই প্রথম কোম্পানি যারা ১৬৫ সিসির বেশি উচ্চতর ক্ষমতার বাজাজ পালসার এন-২৫০ সিসি মোটরসাইকেল বাজারে নিয়ে এলো এবং পর্যায়ক্রমে আরও বেশি সিসির মোটরসাইকেল বাজারে নিয়ে আসবে। এটি বাংলাদেশে মোটরসাইকেল শিল্পে একটি মাইলফলক হয়ে থাকবে।

author avatar
Mohona Online
Exit mobile version