Site icon Mohona TV

বাংলাদেশ দলকে নৈশভোজের আমন্ত্রণ জানালো হাইকমিশনার আরিফুল ইসলাম

বাংলাদেশ দলকে নৈশভোজের আমন্ত্রণ জানানো হাইকমিশনার আরিফুল ইসলাম : ছবি সংগৃহীত

এবারের এশিয়া কাপ অনুষ্ঠিত হচ্ছে হাইব্রিড মডেলে। আয়োজক দল পাকিস্তান হলেও, বেশিরভাগ ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে শ্রীলঙ্কাতে। সুপার ফোরের ম্যাচ খেলতে এখন শ্রীলঙ্কাতে অবস্থান করছে বাংলাদেশ দল। আর সেখানেই মঙ্গলবার নৈশভোজের আমন্ত্রণ ছিল বাংলাদেশ দলের।

এশিয়া কাপ খেলতে এখন শ্রীলঙ্কায় অবস্থান করছে বাংলাদেশ দল। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) রাতে বাংলাদেশ দলকে নৈশভোজের আমন্ত্রণ জানিয়েছিলেন শ্রীলঙ্কায় বাংলাদেশের হাইকমিশনার তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম।

শ্রীলঙ্কাতে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে কাজ করেন তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম। সুপার ফোরে বাংলাদেশের সবশেষ ম্যাচও তিনি মাঠে বসে দেখেছেন। যদিও লঙ্কানদের কাছে সেই ম্যাচ হেরেছিল টাইগাররা। তারপর বেশকিছু সময় বিরতি পেয়েছে বাংলাদেশ দল। টাইগারদের পরবর্তী ম্যাচ আগামী ১৫ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে।

আর এই সময়টাকেই কাজে লাগিয়ে বাংলাদেশ দলকে নৈশভোজের আমন্ত্রণ জানানো হয়েছিলো। বাংলাদেশ দলের সকল ক্রিকেটারদের পাশাপাশি, দলের কোচ এবং স্টাফদেরও আমন্ত্রণ জানিয়েছিলেন তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম।

এবারের এশিয়া কাপের মিশনটা অবশ্য তেমনটা সুখকর হয়নি বাংলাদেশের জন্য। গ্রুপ পর্বের প্রথম ম্যাচেই শ্রীলঙ্কার বিপক্ষে হার দিয়ে শুরু করেছিলো টাইগাররা। এরপর অবশ্য আফগানিস্তানকে হারিয়ে সুপার ফোরে ওঠে বাংলাদেশ। তবে সুপার ফোরে উঠে প্রথম দুই ম্যাচেই হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে তাদের। এখন ভারতের বিপক্ষে নিয়মরক্ষার ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ দল।

author avatar
Mohona Online
Exit mobile version