Site icon Mohona TV

ইউক্রেনের ইজমাইল বন্দরে রাশিয়ার ড্রোন হামলা: গভর্নর

ইউক্রেনের ইজমাইল বন্দরে রাশিয়ার ড্রোন হামলা চালিয়েছে। ছবি: সংগৃহীত

ইউক্রেনের ইজমাইলের দানিউব নদী বন্দরে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এতে বন্দরটি ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলায় আগুন ধরে যাওয়ায় কয়েকজন বেসামরিক নাগরিক আহত হয়েছে। বুধবার (১৩ সেপ্টেম্বর) আঞ্চলিক গভর্নর এ কথা জানান। খবর এএফপি’র।

কৃষ্ণ সাগরের বিভিন্ন বন্দর থেকে খাদ্য শস্য সরবরাহের অনুমতিদানের চুক্তি ভেঙ্গে যাওয়ার পর ইউক্রেনের দক্ষিণ ওডেসা এবং মাইকোলাইভ অঞ্চলে রাশিয়া হামলা জোরদার করেছে।

ওডেসার আঞ্চলিক গভর্নর ওলেগ কিপার টেলিগ্রাম বার্তায় বলেছেন, রাশিয়া ‘আবারো ওডেসা অঞ্চলের দক্ষিণে বারবার ড্রোন হামলা চালিয়েছে।’ তিনি আরো বলেন, ‘ইজমাইল জেলা লক্ষ্য করে এসব ড্রোন হামলা চালানো হয়।’

তিনি বলেন, ‘বন্দর ও অন্যান্য বেসামরিক অবকাঠামোর ক্ষতির পরিমাণ রেকর্ড করা হচ্ছে এবং উদ্ধারকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে।’

তিনি জানান, এসব ড্রোন হামলায় ছয়জন বেসামরিক নাগরিক আহত হয়েছে এবং তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।
এরআগে কিপার বিমান হামলার সতর্কতা তুলে না নেওয়া পর্যন্ত ইজমাইল জেলার লোকজনকে নিরাপদ স্থানে থাকার আহ্বান জানিয়েছিলেন।

author avatar
Delowar Hossain Litu
Exit mobile version