Site icon Mohona TV

ভোটার হতে এসে রোহিঙ্গা আটক

ঝালকাঠির নলছিটি উপজেলায় ভোটার তালিকায় নাম উঠাতে গিয়ে এক রোহিঙ্গা আটক হয়েছে। ছবি: মোহনা সংবাদ

ঝালকাঠির নলছিটি উপজেলায় ভোটার তালিকায় নাম উঠাতে গিয়ে নুরুল ইসলাম (২৩) নামে এক রোহিঙ্গা আটক হয়েছে।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর ) বিকেল ৫টার দিকে উপজেলার নির্বাচন অফিস থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা এইচ.এম.গোলাম মোস্তফা।

তিনি জানান, বিকেলে ওই যুবক উপজেলা নির্বাচন অফিসে এসে কিছু কাগজপত্র দিয়ে তাকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার অনুরোধ জানায়। এক পর্যায়ে তার কথা বলার ধরণ দেখে সন্দেহ হয় কর্মকর্তাদের। ধারণা করা হয় তিনি একজন রোহিঙ্গা। পরে জিজ্ঞাসাবাদে তিনি নিজেই স্বীকার করেন, তিনি রোহিঙ্গা। পরে নলছিটি থানা পুলিশকে খবর দিলে তাকে থানায় নিয়ে যায়।

আটক রোহিঙ্গা যুবক নুরুল ইসলাম জানান, রমজান মাসে সে কক্সবাজার উখিয়া ক্যাম্প থেকে বের হয়। পরে সাইফুল ইসলাম তোতা নামে একজনের মাধ্যমে নলছিটি উপজেলা নির্বাচন অফিসে এসে ভোটার হতে চাইছিলাম।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, এক রোহিঙ্গা যুবককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। এ বিষয়ে আইনগতব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

author avatar
Delowar Hossain Litu
Exit mobile version