ঢাকাসংবাদ সারাদেশ

কাপড় উল্টাইলেই দেখি মেড ইন বাংলাদেশ: স্বরাষ্ট্র মন্ত্রী

আজমীর ইসলাম

স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, এমপি বলেছেন, যেখানেই গেছি। কাপড়টা উল্টাইলে দেখি মেড ইন বাংলাদেশ। তখন গর্বে বুকটা ভরে যায়।

তিনি বলেন, নীট সেক্টরের পর ঔষধ সেক্টর ও আইসিটি সেক্টরেও আমরা বিরাট সম্ভাবনার জায়গায় এসেছি। এটা নেতৃত্বের দূরদর্শিতা। শনিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের চাষাঢ়ায় নীট গার্মেন্ট মালিকদের বৃহৎ সংগঠন বিকেএমইএ এর নিজস্ব নতুন ভবন উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমালোচনা করে মন্ত্রী বলেন, সাবমেরিন ক্যাবল আমাদের ফ্রি দিতে চাইলো তখন আরেকজন প্রধানমন্ত্রী বললেন, এতে আমাদের দেশের তথ্য পাচার হয়ে যাবে। এটা আমি মুর্খতা বলবো নাকি অন্য কিছু।

শিল্প পুলিশের কর্মকান্ড প্রসঙ্গে মন্ত্রী আরও বলেন, পুলিশের সুনাম শুনলে আমার ভালো লাগে। বিকেএমইএ এর সভাপতি সেলিম ওসমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী এমপি, সংসদ সদস্য শামীম ওসমান, বিকেএমইএ এর কার্যকরী সভাপতি মোহাম্মদ হাতেম।

author avatar
Delowar Hossain Litu
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button