বিজ্ঞান ও প্রযুক্তি

হোয়াটসঅ্যাপে চ্যানেল খুলবেন যেভাবে

মোহনা অনলাইন

সম্প্রতি নতুন নতুন সুবিধা যুক্ত হচ্ছে বার্তা আদান-প্রদানের মাধ্যম হোয়াটসঅ্যাপে। এর সবশেষ সংযোজন হোয়াটসঅ্যাপ চ্যানেল ফিচার। জনপ্রিয় তারকারাও হোয়াটসঅ্যাপ চ্যানেল তৈরি করছেন।

বিশ্বের অন্তত ১৫০টি দেশে চালু হয়েছে হোয়াটসঅ্যাপ চ্যানেল ফিচার। ফিচারটি চালু হওয়ার পর অনেকের মনে প্রশ্ন, কীভাবে নিজের চ্যানেল তৈরি করা যায়। চলুন তবে জেনে নেওয়া যাক কীভাবে নিজেই খুলবেন হোয়াটসঅ্যাপ চ্যানেল।

এরই মধ্যে সেলিব্রেটি থেকে শুরু করে ইনফ্লুয়েন্সাররাও হোয়াটসঅ্যাপ চ্যানেলে অ্যাকাউন্ট তৈরি করেছেন। এই ফিচার চালু করার সবচেয়ে বড় সুবিধা হল এখন আপনাকে আপনার প্রিয় অভিনেতা বা অভিনেত্রী সম্পর্কে সব আপডেট হোয়াটসঅ্যাপে দেওয়া হবে। অর্থাৎ হোয়াটসঅ্যাপে বন্ধুদের সঙ্গে কথা বলার পাশাপাশি, আপনি লেটেস্ট আপডেটগুলোও পেয়ে যাবেন।

এই ফিচার চালু হওয়ার পর থেকেই সবার কৌতুহল কীভাবে হোয়াটসঅ্যাপে নিজের চ্যানেল তৈরি করবো?

আপনিও যদি হোয়াটসঅ্যাপ চ্যানেল তৈরি করতে চান তাহলে আপনাকে কিছু সহজ জিনিস বুঝতে হবে এবং তা অনুসরণ করতে হবে।

একটি হোয়াটসঅ্যাপ চ্যানেল তৈরি করতে হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট থাকতে হবে। আপনার ফোনে হোয়াটসঅ্যাপ এর আপডেট ভার্সন থাকতে হবে। এই অ্যাকাউন্টে টু-স্টেপ ভ্যারিফিকেশন চালু থাকতে হবে।

হোয়াটসঅ্যাপ চ্যানেল তৈরি করবেন যেভাবে:

  •  প্রথমে আপনাকে হোয়াটসঅ্যাপ খুলতে হবে। এরপর আপডেট ট্যাবে যেতে হবে। এখানে আপনাকে + আইকনে ক্লিক করতে হবে।
  • এই অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি New Channel অপশন দেখতে পাবেন, সেটিতে ক্লিক করতে হবে।
  • এবার Get Started-এ ক্লিক করুন এবং তারপরে on-screen instructions-এ যা কিছু লেখা থাকবে, তা মেনে চলুন।
  • এরপর চ্যানেলের নাম দিয়ে একটি অ্যাকাউন্ট তৈরি করুন। চ্যানেলের নাম দেওয়ার পর চ্যানেলটি কাস্টমাইজ করার অপশন দেখতে পাবেন।

হোয়াটসঅ্যাপ চ্যানেলের কী কী সুবিধা:

• এনহ্যান্সড ডিরেক্টরি – আপনি আপনার দেশের এবং অটোমেটিক্যালি ফিল্টার করা যেকোনো চ্যানেল খুঁজে নিতে পারবেন। পাশাপাশি সেই সব চ্যানেল ফলো করতে পারবেন, যেগুলো অধিক সক্রিয় এবং বেশি ফলোয়ারের ভিত্তিতে জনপ্রিয়।

• রিঅ্যাকশনস – বিভিন্ন চ্যানেলের বিভিন্ন আপডেটে ইমোজি রিঅ্যাকশন করে নিজের ফিডব্যাক জানাতে পারবেন।

• এডিটিং – একটি চ্যানেলের অ্যাডমিন তার আপডেটের পরিবর্তন সম্পাদনা করতে পারবেন ৩০ দিন পর্যন্ত। এর পরে তা স্বয়ংক্রিয়ভাবে সার্ভার থেকে ডিলিট হয়ে যাবে।

• ফরোওয়ার্ডিং – আপনি যখন কোনো আপডেট অন্য কোনো অ্যাকাউন্ট বা গ্রুপে পাঠাবেন, তখন সেই চ্যানেলের একটি লিঙ্কও তাতে যুক্ত থাকবে। যাতে করে ব্যবহারকারীরা সেই বিষয় ও চ্যানেল সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারেন।

 

author avatar
Delowar Hossain Litu
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button